বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


প্রবাসীদের ভোটাধিকারের জন্য ইসিকে পদক্ষেপ নিতে বলল এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:৪৫ PM

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রবাসী ভোটারদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে নির্বাচন কমিশনকে সুপারিশ করেছে দলটি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে বৈঠক করে এনসিপি। বৈঠকে দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি গ্লোবাল কোঅর্ডিনেটর তারিক আদনান মুন উপস্থিত ছিলেন। 

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ভোটাধিকার নিয়ে আমাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যোগাযোগ করছেন। প্রবাসীরা উষ্মা প্রকাশ করছেন তাদের ভোটাধিকারের নিশ্চয়তা নিয়ে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো আপডেট মিলছে না। কিছু রাজনৈতিক দলের কিছু নেতা বলেছেন, যারা প্রবাসীরা আছেন, তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে।

খালেদ সাইফুল্লাহ আরও বলেন, নির্বাচন কমিশন যেন প্রতি সপ্তাহ অন্তর-অন্তর অনলাইন ব্রিফিং করেন। যে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে প্রবাসীরা আপডেট জানতে পারবেন। আমাদের যারা প্রবাসী ভাই-বোনেরা আছেন, যারা ভোট দিতে চায়, তারা একটাও আপডেট পান না। আমাদের যে প্রবাসী ভোটাররা আছেন তাদের মধ্যে অনেকের এনআইডি নেই। তারা ভোটার হিসেবে নিবন্ধিত না। তাদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বলছে ১৪টা দেশে নিবন্ধন শুরু হচ্ছে। কিন্তু যেই দেশগুলোতে নিবন্ধন শুরু হয়েছে বলা হচ্ছে, সেই দেশেই আমাদের অনেকে জানাচ্ছেন যে, তারা জানেন না কীভাবে এটা করবেন। এজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে এসে বলেছি যে তারা যেন সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আমাদেরকে জানান।

নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে এনসিপি নেতা বলেন, আমরা প্রতীক হিসেবে শাপলা চেয়েছি, এটা আমাদের লিগ্যাল আর্গুমেন্ট। আমরা মনে করি, এটা আমরা পাওয়ার যোগ্য। আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আমরা এখানে দিয়েছি, যা ৪৩ হাজার পাতার। তবে কিছু জায়গায় ছোট ছোট টেকনিক্যাল কিছু বিষয় উনারা উল্লেখ করেছে, যেই জায়গাগুলো আমরা ঠিক করে তাদের কাছে আবার জমা দেব। আমাদের ডেডলাইন ৩ আগস্ট, তার আগেই আমরা এটা জমা দেব।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার একদিনও দেরি হবে না: প্রেস সচিব
মির্জা ফখরুলের বক্তব্য সত্য নয়, জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হননি তারেক রহমান: নাহিদ
বিএনপির নির্বাচন দাবির যৌক্তিকতা এখন স্পষ্ট: মির্জা ফখরুল
প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ফ্যাসিবাদের সঙ্গে ফ্যাসিবাদ ব্যবস্থাকে বিদায় করতে হবে- টাঙ্গাইলে জোনায়েদ সাকি
‘জুলাই গণঅভ্যূত্থানের স্বপ্ন পূরণে বাধা দূও করতে হবে’
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com