শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


চার বছর পর সেরা দশে মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৪:৩৬ PM

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিংয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ১৭ ধাপ লাফ দিয়ে মোস্তাফিজ এখন যৌথভাবে নবম, যেখানে আছেন ভারতের পেসার অর্শদীপ সিংও। দুজনের রেটিং পয়েন্ট সমান ৬৫৩। ২০২১ সালের অক্টোবরের পর টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন মোস্তাফিজ।

টি-টোয়েন্টিতে বোলারদের শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। তৃতীয় ভারতের বরুণ চক্রবর্তী ও দ্বিতীয় ইংল্যান্ডের আদিল রশিদ ও শীর্ষে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬ রানে ২ উইকেট নেন বাংলাদেশের এই পেসার। পরের ম্যাচে ১৫ রানে নেন ১ উইকেট। দুটি ম্যাচই জিতে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসির সাপ্তাহিক এই র‌্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ উন্নতি করে ১৬তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৭ রানে ১ উইকেট নেন মেহেদী। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে নেন ২ উইকেট। তানজিম হাসানেরও উন্নতি হয়েছে ৯ ধাপ। ৩৮তম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ২০ রানে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ২ উইকেট নেওয়া এই পেসার। আরেক পেসার শরীফুল ইসলামের উন্নতি হয়েছে ১৪ ধাপ। দ্বিতীয় ম্যাচে ১৭ রানে ৩ উইকেট নেওয়া শরীফুল উঠে এসেছেন ৪৩তম স্থানে।

ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ৩৭তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রানে আউট হলেও শ্রীলঙ্কার বিপক্ষে গত ১৬ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত ৭৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। গতকাল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫৫ রানের খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলা জাকের আলী এগিয়েছেন ১৭ ধাপ। ৫৬তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এ উইকেটকিপার-ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ৩৬ রান করা তাওহিদ হৃদয় এগিয়েছেন দুই ধাপ (৪০তম)।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে পারভেজ হোসেনের। প্রথম ম্যাচে অপরাজিত ৫৬ ও দ্বিতীয় ম্যাচে ১৩ রান করা এই বাঁহাতি ওপেনার ২২ ধাপ উন্নতি করে ৬৩তম স্থানে উঠে এসেছেন।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। শীর্ষ অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, দুইয়ে ভারতের অভিষেক শর্মা ও তিনে ভারতেরই তিলক বর্মা।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ উন্নতি করে ৩৫তম স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মেহেদী। ৩ ধাপ অবনমন হয়ে ৪১তম স্থানে নেমে গেছেন আরেক স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এক ধাপ অবনমন হয়ে ৫৪তম স্থানে নেমেছেন রিশাদ হোসেন। ৩ ধাপ উন্নতি করে ৮১ তম স্থানে উঠে এসেছেন তানজিম হাসান।

চলতি ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্সেরও প্রভাব পড়েছে এই র‌্যাঙ্কিংয়ে। ৭ ধাপ উন্নতি করে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ। ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ অবস্থান তাঁর। শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জের হবে: সিইসি
নির্বাচন আয়োজন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
ছাত্রদের কোনো ব্যবস্থা হয়নি, উপদেষ্টাদের সব হয়েছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
এদেশে খুনিদের জায়গা নেই: প্রেস সচিব
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের পক্ষে দুই ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও নির্বাচনী সালাম
মাইলস্টোনে নিহতদের স্মরণে সাভারের গোপাল আখড়ায় প্রার্থনা সভা
গাজীপুরে স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com