রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ছাত্রদের কোনো ব্যবস্থা হয়নি, উপদেষ্টাদের সব হয়েছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:৩৮ PM

ছাত্রদের কোনো ব্যবস্থা হয়নি, উপদেষ্টাদের সব কিছু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারে পদযাত্রা শেষে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি। 

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, চাকরির জন্য তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল। তরুণ প্রজন্মর চাকরি হয় নাই। উপদেষ্টাদের বাড়ি হয়েছে। উপদেষ্টাদের সব কিছু হয়েছে। বড় বড় মাফিয়াদের সব কিছু হয়েছে। ব্যবসা বাণিজ্য দখল হয়েছে। কিন্তু যারা যুব ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় নাই। তরুণ প্রজন্মের কোনো চাকরি হয় নাই।

তিনি আরও বলেন, যারা মিডিল ক্লাস ফ্যামেলি রয়েছে, তারা যখন সবজি কিনতে যান, তখন আর বাজেটে হয় না। কোনো কিছু কেনাকাটা না করে বাড়ি ফিরে যায়। এমন বাংলাদেশ আমরা চাই নাই। এনসিপির নেতৃত্বে জনগণের সরকার গঠন হলে ৬৪ জেলায় চাকরির ব্যবস্থা করবো।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, যে জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসন চলতে হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ করতে না পারে। এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই না। দেশে ৫০ পার্সেন্টের কাছাকাছি তরুণ প্রজন্ম রয়েছে। মা-বাবার টাকা খরচ করে ইউনিভার্সিটি-কলেজে পড়াশোনা করে, যখন দেশে একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘোরাফেরা করতে হয়, এর চেয়ে কষ্টদায়ক আর কি হতে পারে।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, সংগঠক সাদিয়া ফারজানা দীনা।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রমুখ। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জের হবে: সিইসি
নির্বাচন আয়োজন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
ছাত্রদের কোনো ব্যবস্থা হয়নি, উপদেষ্টাদের সব হয়েছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
এদেশে খুনিদের জায়গা নেই: প্রেস সচিব
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের পক্ষে দুই ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও নির্বাচনী সালাম
ভালুকায় শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাইলস্টোনে নিহতদের স্মরণে সাভারের গোপাল আখড়ায় প্রার্থনা সভা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com