শিরোনাম: |
সিরিজ হেরে যেন মিরপুর চিনলেন পাকিস্তানের ব্যাটাররা। টি-২০ সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করে ঝড়ো ব্যাটিং করেছে পাকিস্তান। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নতুন বলে পাওয়া শুরু কাজে লাগিয়ে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে তারা। রান পেয়েছেন দলটির চার ব্যাটার।
দ্বিতীয় ম্যাচে মিরপুরের কন্ডিশনে নতুন বলে ব্যাটিং করা কঠিন ছিল। বৃহস্পতিবার ওই শেরে বাংলা স্টেডিয়ামে নতুন বলে ঝড়ো ব্যাটিং করে পাকিস্তান। সাঈম আইয়ূব ও শাহিবজাদা ফারহান ওপেনিংয়ে ৮২ রান যোগ করেন। একাদশে ঢোকা বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ১৫ বলে ২১ রান করা সাঈমকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন।