রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


বড়পর্দায় পা রাখছেন তিশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১:৩৭ AM

দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অনেক দিন ধরেই ছোটপর্দায় কাজ করে যাচ্ছেন। কিন্তু সিনেমায় অভিনয়ের জন্য বেশ কয়েকবার প্রস্তাব এলেও এর গল্প পছন্দ না হওয়ায় বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। এবার সেই দীর্ঘ প্রত্যাশিত গল্পটির সন্ধান পেয়েছেন তিনি। আর সেটি পেয়েই সঙ্গে সঙ্গে তিশা সম্মতি জানিয়েছেন অভিনয়ের জন্য। অর্থাৎ, এবার তিনি পা রাখছেন বড়পর্দায়। কিন্তু তা ঢালিউডে নয়, সরাসরি টালিউডের সিনেমায় তানজিন তিশাকে দেখা যাবে। এতে তিনি বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমন যোশির সঙ্গে অভিনয় করবেন বলে জানা গেছে।

‘ভালোবাসার মরসুম’ নামের এ সিনেমাটি কলকাতার নির্মাতা এম এন রাজ সিনেমাটি নির্মাণ করবেন। এর আগে যিনি কলকাতার জিৎকে নিয়ে রাবন সিনেমা নির্মাণ করেছিলেন। নির্মাতা নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

গত সপ্তাহে পরিচালক এমন এন রাজ ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় এসেছিলেন। দেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে মিটিং করার পর অবশেষে তানজিন তিশাকে চুক্তিবদ্ধ করেন। তিনি কলকাতায় ফিরে গিয়েছেন বলেও জানা গেছে।

একটি সূত্রে জানা গেছে, সিনেমাটির গল্প রোমান্টিক ঘরানার। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন তানজিন তিশা, তার চরিত্রের নাম ‘হিয়া’। আর শারমন যোশিকে দেখা যাবে অধ্যাপক চরিত্রে। বাংলাদেশ থেকে অভিনেতা খাইরুল বাশারকেও চুক্তিবদ্ধ করা হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন।

নির্মাতা গণমাধ্যমকে জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এক টানা ২৩ দিন চলবে এর দৃশ্য ধারণের কাজ। এরপর অক্টোবর মাসে শুটিং হবে মুর্শিদাবাদে। আগামী বছর ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির দেওয়া হবে। সিনেমাটির যৌথ প্রযোজনায় আছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জের হবে: সিইসি
নির্বাচন আয়োজন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
ছাত্রদের কোনো ব্যবস্থা হয়নি, উপদেষ্টাদের সব হয়েছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
এদেশে খুনিদের জায়গা নেই: প্রেস সচিব
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের পক্ষে দুই ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও নির্বাচনী সালাম
মাইলস্টোনে নিহতদের স্মরণে সাভারের গোপাল আখড়ায় প্রার্থনা সভা
গাজীপুরে স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com