শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


বাংলাদেশ সুযোগ দিয়েছে বলেই পাকিস্তান জিতেছে: রমিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৪:৫৫ PM

সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। তাই শেষ টি-টোয়েন্টিতে পাঁচটি পরিবর্তন এনে দ্বিতীয় সারির দল নিয়ে নামে তারা। বিশ্রামে ছিলেন পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। তবে এত পরিবর্তনের খেসারত হিসেবে ৭৪ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা।

বাংলাদেশের এই পরাজয়ের পর সমালোচনায় সরব হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তার মতে, অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে স্বাগতিকদের।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা ঠিক আছে, তবে একটা নিয়ম আছে। দলে ২-৩ জন ম্যাচ উইনার থাকতেই হবে। তাদের সরালে দল ভারসাম্য হারায়। আমার মনে হয় মুস্তাফিজ আর ইমন খেললে ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। পাকিস্তান অনেক রান করেছে ঠিকই, কিন্তু এই দুজন থাকলে বাংলাদেশের হাতে জয়ের সুযোগ থাকত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশই এই ম্যাচটি পাকিস্তানকে দিয়ে দিয়েছে। আগের দুই ম্যাচে তারা দুর্দান্ত ছিল। একটিতে ১১০ রানে অলআউট করল, আরেকটিতে ১৩৩ করে প্রতিপক্ষকে থামাল ১২৫ রানে। দেখে মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইটওয়াশ হবে।’

রমিজের মতে, পাকিস্তান নয়, বরং বাংলাদেশ নিজেদের ঘন ঘন পরিবর্তনের কারণে ম্যাচ থেকে পিছিয়ে পড়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ যদি আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গে খেলত, তাহলে পরীক্ষার কথা মানা যেত। কিন্তু তারা খেলছে পাকিস্তানের মতো একসময়কার বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে।’

পাশাপাশি রমিজ প্রশ্ন তুলেছেন কঠিন উইকেটে অভিজ্ঞ ব্যাটারদের প্রয়োজনীয়তা নিয়েও। ‘এখন সময় ভাবার, এমন উইকেটে আপনার শাহিন, নাসিম, রিজওয়ান বা বাবর আজমদের দরকার আছে কি না। এটা পাকিস্তান দলের জন্য বড় প্রশ্ন।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জের হবে: সিইসি
নির্বাচন আয়োজন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
ছাত্রদের কোনো ব্যবস্থা হয়নি, উপদেষ্টাদের সব হয়েছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
এদেশে খুনিদের জায়গা নেই: প্রেস সচিব
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের পক্ষে দুই ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও নির্বাচনী সালাম
মাইলস্টোনে নিহতদের স্মরণে সাভারের গোপাল আখড়ায় প্রার্থনা সভা
গাজীপুরে স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com