প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫:৪৭ PM
জাতীয় দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার বিদেশি লিগে পা রাখলেন দুই নারী ফুটবলার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। তারা ভুটানের উইমেন’স লিগের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসিতে যোগ দিতে রওনা দিয়েছেন। এই দুই ফরোয়ার্ডের যোগদানের মাধ্যমে চলতি মৌসুমে ভুটানের নারী লিগে বাংলাদেশের খেলোয়াড় সংখ্যা দাঁড়াল ১২ জনে।
এর আগে ভুটানে গিয়ে পারো এফসিতে খেলছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। পরে তাদের সঙ্গে যোগ দেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।
থিম্পু সিটিতে দলে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। ট্রান্সপোর্ট ইউনাইটেড এর হয়ে মাঠ মাতাচ্ছেন গোলকিপার রুপনা চাকমা ও কৃষ্ণা রানি সরকার।
ভুটানের উদ্দেশে যাত্রা করার আগে সামাজিক মাধ্যমে একটি পোস্টে তহুরা লেখেন, ‘ভুটানের উদ্দেশে রওনা দিচ্ছি। নতুন পথচলা। সবাই দোয়া করবেন।’
সদ্য শেষ হওয়া নারী এশিয়ান কাপ বাছাই পর্বেও আলো ছড়িয়েছেন তহুরা ও শামসুন্নাহার জুনিয়র। দুজনেই করেছেন ৩টি করে গোল। তাদের দুর্দান্ত নৈপুণ্যে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ নারী দল।