প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:২৩ PM
গাজীপুরের কালীগঞ্জে গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। নিহত যুবকের নাম শান্ত (২১), তিনি নরসিংদীর মাধবদী থানার বালুরচর গ্রামের জাকির মৃধার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২১ জুলাই) গভীর রাতে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কাশেম শিকদারের ছেলে ফয়সাল শিকদারের বাড়িতে গরু চুরির চেষ্টা করে। বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে চোরদের ধাওয়া দেয়। এ সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রামচন্দ্রপুর গ্রামের লোকজন চারজনকে আটক করে গণপিটুনি দেয়।
আটককৃতরা হলেন—নরসিংদীর শান্ত (২১), কালীগঞ্জের ভাটিরা গ্রামের রুবেল (৩০), অনিল চন্দ্রের নওমুসলিম পুত্র আব্দুল্লাহ (২৮) ও কাপাসিয়ার চাঁদপুর গ্রামের রিফাত (২৩)।
খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) আসাদুজ্জামান জানান, “পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বাকি তিনজনকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, সম্প্রতি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় থানার পুলিশ ইতোমধ্যে সাতজনকে আটক করেছিল।
ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।