শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১২:৫৩ PM

ক্যারিবিয়ানে স্বপ্নের এক অভিষেক করলেন মিচেল ওয়েন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে উইকেট নিয়েছেন একটি। তার পর ব্যাট হাতে ২৭ বলে উপহার দিয়েছেন বিধ্বংসী ৫০ রানের একটি ইনিংস। তাতে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ বল হাতে রেখে ৩ উইকেটে হারিয়েছে অজি দল। 

স্যাবাইনা পার্কে ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তার পর তাদের উদ্ধার করেন ক্যামেরন গ্রিন ও মিচেল ওয়েন। ৪০ বলে ৮০ রানের বিস্ফোরক জুটি গড়েন তারা। ২৬ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫১ রান করা গ্রিন যখন বিদায় নেন, ১৫ ওভার শেষে স্কোর ৫ উইকেটে ১৫৮। ওয়েন তার পর আরও এগিয়ে দেন অজিদের। ১৬.৩ ওভারে দলের ১৭৫ রানে আউট হন তিনি। তার আগে ৬টি ছক্কায় উপহার দেন হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি অভিষেকে মাত্র তৃতীয় অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরির কীর্তি গড়েছেন ওয়েন। ম্যাচসেরাও তিনি। কুপার ৮ বলে ১৩ রানের কার্যকরী ইনিংস খেলে ফিরলেও বাকি পথটা সামাল দেন বেন ডারশুইস (৫*) ও শন অ্যাবট (৫*)। রিবিয়ানদের হয়ে দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার, আলজারি জোসেফ ও ও গুডাকেশ মোটি। 

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছিল স্বাগতিক দল। অধিনায়ক শাই হোপ ৩৯ বলে ৪ চার ও ৩ ছক্কায়  ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তার পর রোস্টন চেজ ৩২ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেললে বড় সংগ্রহের সম্ভাবনা জাগায় তারা। শিমরন হেটমায়ারও ১৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলে ত্রাস ছড়িয়েছিলেন। কিন্তু শেষটা যেভাবে আশা করেছিল সেটা বাস্তবায়ন করতে পারেনি তারা। শেষ ৫ ওভারে ৩০ রানে হারায় ৬ উইকেট!দ্বিতীয় টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাওয়া আন্দ্রে রাসেলও করেছেন মাত্র ৮ রান! 

অস্ট্রেলিয়ার ডেন ডারশুইস ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মিডল  ও লোয়ার অর্ডারে ধস নামিয়েছেন। তাতে ৮ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা থামে ১৮৯ রানে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

এবার মৃত্যুর কাছে হার মানলো জারিফ
বড়পর্দায় পা রাখছেন তিশা
টিম ডেভিডের রেকর্ডে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
ইসরায়েলি হামলায় একদিনে গাজায় নিহত ৮৯, মোট প্রাণহানি ছাড়াল ৫৯ হাজার ৬৭০
জলোচ্ছ্বাসে ১৫ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩
চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের পক্ষে দুই ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও নির্বাচনী সালাম
মাইলস্টোনে নিহতদের স্মরণে সাভারের গোপাল আখড়ায় প্রার্থনা সভা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com