শিরোনাম: |
ক্যারিবিয়ানে স্বপ্নের এক অভিষেক করলেন মিচেল ওয়েন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে উইকেট নিয়েছেন একটি। তার পর ব্যাট হাতে ২৭ বলে উপহার দিয়েছেন বিধ্বংসী ৫০ রানের একটি ইনিংস। তাতে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ বল হাতে রেখে ৩ উইকেটে হারিয়েছে অজি দল।
স্যাবাইনা পার্কে ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তার পর তাদের উদ্ধার করেন ক্যামেরন গ্রিন ও মিচেল ওয়েন। ৪০ বলে ৮০ রানের বিস্ফোরক জুটি গড়েন তারা। ২৬ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫১ রান করা গ্রিন যখন বিদায় নেন, ১৫ ওভার শেষে স্কোর ৫ উইকেটে ১৫৮। ওয়েন তার পর আরও এগিয়ে দেন অজিদের। ১৬.৩ ওভারে দলের ১৭৫ রানে আউট হন তিনি। তার আগে ৬টি ছক্কায় উপহার দেন হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি অভিষেকে মাত্র তৃতীয় অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরির কীর্তি গড়েছেন ওয়েন। ম্যাচসেরাও তিনি। কুপার ৮ বলে ১৩ রানের কার্যকরী ইনিংস খেলে ফিরলেও বাকি পথটা সামাল দেন বেন ডারশুইস (৫*) ও শন অ্যাবট (৫*)। রিবিয়ানদের হয়ে দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার, আলজারি জোসেফ ও ও গুডাকেশ মোটি।