বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


শিগগিরই দেশে আরেকটি গণ-আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৬:১৩ PM

দেশে শিগগির আরেকটি গণ-আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে বলে স্পষ্ট জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘লিখে রাখেন, এই আন্দোলন হবে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের বিরুদ্ধে। আমরা যেভাবে জুলাই আন্দোলনে জিতেছি, ওই আন্দোলনেও জিতব।’ 

এনসিপিকে কেউ কেউ ‘নির্বাচনবিরোধী’ ট্যাগ দিতে চাইছেন উল্লেখ করে নাহিদ বলেন, ‘পতিত ফ্যাস্টিস্টের বিচার চাই, সংস্কার চাই, নির্বাচন চাই।

বিচার, সংস্কার ছাড়া এদেশের মানুষ নির্বাচন মানবে না। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায়, তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত।’ আজ শুক্রবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে সমবেত জনতার উদ্দেশে নাহিদ বলেন, ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের কারণে সংস্কার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাঁদাবাজ-দুর্নীতিবাজদের ভয় পাই না। আপনারাও ভয় পাবেন না।

নাহিদ ইসলাম একটি দলের উদ্দেশে বলেছেন, তাদের নাকি কোটি কোটি মানুষ আছে। এই কোটি কোটি মানুষের হিসাব দেখিয়েন না। আমরা জুলাই আন্দোলনে দেখেছি কাদের কত শক্তি। ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালে কোটি কোটি মানুষ দরকার হয় না, একজনই যথেষ্ট।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এ যাবৎ যারাই রাষ্ট্রক্ষমতায় এসেছেন, তারাই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছেন। হাসিনা ১৬ বছরে সম্পূর্ণ দলীয়করণ করেছেন। এবার আর আমরা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করতে দেব না। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। 

সেনাবাহিনী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে। তারা কোনোভাবে গুমের সঙ্গে জড়িত হোক—তা চাই না।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘সবচেয়ে বেশি দলীয়করণ হয়েছে নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনে। এই দুই কমিশনে অবশ্যই নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। সেনা, পুলিশ, নির্বাচন কমিশন, দুদক ঠিক না হলে দেশ অন্ধকারে চলে যাবে। আমরা তা হতে দেব না।’

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে এনসিপি নেতারা নড়াইল থেকে যশোর আসেন। শুক্রবার সকালে তারা স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন। বেলা আড়াইটায় তারা জেলা এনসিপি আয়োজিত পথসভায় যোগ দেন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
অর্থসংকটে বন্ধ শুটিংয়ের ক্যাম্প, ডরমেটরির অবস্থাও করুণ
বাংলাদেশের শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত: বাণিজ্য সচিব
নির্বাচনে অংশগ্রহণ অপরাধ হলে বিএনপিসহ ৩১ দলের নিবন্ধন বাতিলের দাবি: জাপা
পরামর্শ-আপত্তি বৃহস্পতিবারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জানানোর আহ্বান আলী রীয়াজের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
উলিপুরে জমি বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ ১৩ জন আহত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com