বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


তাওহীদ-জাকেরের ভরসায় লড়ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:০৩ PM

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে অবশ্য চাপে সফরকারীরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০২ রান। এখনো হাতে আছে ১২.২ ওভার ও ৫ উইকেট। এ অবস্থায় দলের দায়িত্ব নিয়েছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী।

দলের ইনিংসের ভিত্তি গড়ে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ঝড়ো ব্যাটিংয়ে ৬৯ বলে ৬৭ রান করেন তিনি, ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার ঝলক। তবে ইমন ছাড়া আর কেউ তেমন রান করতে পারেননি। তানজিদ হাসান ৭, শান্ত ১৪, মিরাজ ৯ ও শামীম হোসেন ২২ রান করে ফিরে যান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত তাওহীদ হৃদয় ৪৫ রানে এবং জাকের আলী ২৪ রানে অপরাজিত আছেন। শেষের দিকে দ্রুত রান তুলতে তাদেরই ভরসা করছে টাইগার শিবির।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আসিথা ফার্নান্দো। এখন পর্যন্ত ৫ ওভারে ২৩ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। এছাড়া হাসারাঙ্গা, আসালাঙ্কা ও চামিরা ১টি করে উইকেট পেয়েছেন।

ম্যাচের শুরুতে পাওয়ারপ্লেতে ৬৫ রান তুলেছিল বাংলাদেশ। ইমনের ফিফটির পর আশা জাগিয়েছিল ব্যাটিং লাইনআপ, কিন্তু ধারাবাহিকভাবে উইকেট হারানোর কারণে মধ্য ওভারে চাপে পড়ে যায় দল।

বাংলাদেশ আজ যে একাদশ নিয়ে নেমেছে: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানের্জ, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com