প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৪:৩২ PM
ফ্রান্সের প্যারিসে সিটি ইউনিভার্সিটির ১০০ বছর পূর্তি উপলক্ষে ফুল ও পাখির উপর ভিত্তি করে এক বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় সিটি ইউনিভার্সিটির পার্কে, খোলা আকাশের নিচে। প্রদর্শনীর সময় বিপুল সংখ্যক ফরাসি নাগরিকের পাশাপাশি বাংলাদেশীরাও অংশ নেন।
প্রদর্শনীতে অংশ নেন বাংলাদেশী বংশোদ্ভূত চিত্রশিল্পী উর্মিলা শুক্লা। তিনি এক শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন—তার পিতা ছিলেন চিত্রশিল্পী এবং তার জীবনসঙ্গীও জড়িত সৃষ্টিশীলতার সঙ্গে। উর্মিলা জনপ্রিয় সংগীতশিল্পী রাহুল আনন্দ-এর সহধর্মিণী, যিনি ‘জলের গান’-এর ভোকাল হিসেবে সুপরিচিত।
শিল্প ও সৃষ্টিশীলতার আবহে বেড়ে ওঠা উর্মিলার বড় অনুপ্রেরণা হলো প্রকৃতি—বিশেষত পাখি ও ফুল। তার ভাষায়, “জীবনের দুঃখ-সুখে গাছের ছায়াতলে আমরা আশ্রয় খুঁজি, সেখানে ফুল-পাখিরা হয়ে ওঠে আমাদের সঙ্গী, আমাদের নীরব আনন্দ ও সান্ত্বনা।”
এই প্রদর্শনীতে উর্মিলা তার চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেছেন সেই প্রকৃতির সৌন্দর্য—গাছের ডালে বসে থাকা পাখি, ঝরে পড়া পাঁপড়ি, আর একান্ত নির্জনে থাকা সঙ্গীদের নীরব উপস্থিতি। তার চিত্রকর্ম যেন প্রকৃতির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার এক নিঃশব্দ শ্রদ্ধার নিদর্শন।
‘Under the Tree’ শুধুমাত্র একটি চিত্র প্রদর্শনী নয়; এটি এক আবেগময় ভিজ্যুয়াল ও সুরের যাত্রা। পুরো প্রদর্শনী জুড়ে চিত্রকর্মের পাশাপাশি চলেছে সঙ্গীত পরিবেশনা এবং উন্মুক্ত শিল্প আলোচনা।