বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৪:০৪ PM

ন্যায়বিচার,সততা, ও আন্তরিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস 
এস এম তৌহিদুজ্জামান সাতক্ষীরা প্রতিনিধিঃ প্রথমবারের মতো চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

(১৯/০৫/২০২৫)সোমবার দুপুর সাড়ে ১২টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস ইতিহাস গড়ে দুটি মামলায় ভার্চুয়াল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ করেন। বিচার প্রার্থী, আইনজীবী, কর্মচারী, কর্মকর্তাদের প্রশংসা। এই উদ্যোগে সরকারি খরচ ও সময় বাঁচবে বিচারিক ব্যবস্থা গতিশীল হবে।
স্বাক্ষ্য গ্রহণের পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল সাক্ষ্য ও শুনানি সংক্রান্ত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন হয়। আদালত সূত্রে জানা গেছে, বিচারাধীন টি.আর ২২২/২০২২ ও টি.আর ০১/২০২৪ নম্বর দুটি মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. সাদিয়া মা-আরিজ ভার্চুয়াল মাধ্যমে সাক্ষ্য প্রদান করেন। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ৬ আগস্ট মিসকাতুল জান্নাত মীম (১৬) নামের এক কিশোরীর ময়নাতদন্ত করেন। এছাড়া ২০২২ সালের ১ জুন টি.আর ২২২/২০২২ মামলার ভিকটিম মো. আব্দুল হান্নানকে (৬০) পরীক্ষাও করেন তিনি। সরকারি পাবলিক প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস এই ভার্চুয়াল সাক্ষ্য গ্রহণের অনুমতি দেন।

সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় মামলার আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মো. আবজালুল হক ও অ্যাডভোকেট মো. আত্তাব আলী সাক্ষীকে জেরা করেন। চুয়াডাঙ্গা আদালতের ইতিহাসে এই প্রথম ভার্চুয়াল মাধ্যমে সাক্ষ্য গ্রহণের ঘটনা জেলার বিচার ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নিয়েছে।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘করোনাকালীন সময়ে সীমিত পরিসরে চুয়াডাঙ্গাসহ দেশে ভার্চুয়াল জামিন শুনানি হয়েছিল। এ বিষয়ে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশনাও আছে। চুয়াডাঙ্গার বিচারিক কার্যক্রমে এই প্রথম বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় দুটি মামলায় একজন চিকিৎসকের ভার্চুয়ালি সাক্ষী নিয়েছেন। এতে মামলা দুটির বিচারিক কার্যক্রম এগিয়ে গেল। সরকারি কর্মকর্তা, বিচারক, চিকিৎসক জনগণের সেবায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ উদ্যোগে সরকারি খরচ ও মূল্যবান সময় বাঁচবে। বিচারিক কার্যক্রম আরও বেশি গতিশীল হবে। বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার এটি চালু রাখবেন বলেছেন।’ চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আহসান আলী বলেন, ‘অনলাইনে সাক্ষ্য গ্রহণ চুয়াডাঙ্গা জেলা বিচার বিভাগের জন্য একটা রেকর্ড। ভার্চুয়ালি সাক্ষ্যগ্রহণ বিচারকার্যে চুয়াডাঙ্গা বিচার বিভাগের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে আশা রাখি।

চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু বলেন, ‘ভার্চুয়াল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ বিচার ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি এটি আরও সহজ ও কার্যকর করে তুলবে। বিচারক, ম্যাজিস্ট্রেট এবং চিকিৎসকগণ জনগণের সেবার স্বার্থে বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকেন। কিন্তু তাদের চাকরি কোনো একটি জেলায় স্থায়ী নয়। ফলে বিভিন্ন সময়ে, বিভিন্ন মামলার সাক্ষ্য দিতে তাদের পূর্বের কর্মস্থলে যেতে হয়। এতে তারা বর্তমান কর্মস্থলে অনুপস্থিত থাকেন, পাশাপাশি যাতায়াতজনিত সরকারি খরচ ও মূল্যবান সময় অপচয় হয়। আমি মনে করি ভার্চুয়াল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ এই সকল সমস্যার একটি কার্যকর ও যুগোপযোগী সমাধান।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

উড়তে গেলেই কাঁদতেন সুপারম্যানের নায়িকা
পর্বতারোহণের সময় দুর্ঘটনায় স্বর্ণজয়ী অলিম্পিয়ানের মৃত্যু
বন্যায় বেইজিংয়ে মৃত ৩৮, সরানো হলো ৮০ হাজার মানুষকে
গাজায় একদিনে আরও নিহত ১০৪, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ১০০
ভারতের ৬ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com