বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বিপর্যস্ত জনজীবন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৩:৪০ PM

চুয়াডাঙ্গায় টানা কয়েক দিন ধরে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শনিবার (১০ মে) বেলা ৩টায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান গণমাধ্যমকে জানান, এ জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৯ শতাংশ। এরপর তাপমাত্রা আরও বেড়ে বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৩ শতাংশ।

এদিকে প্রখর তাপপ্রবাহ আর গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গা। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়ছে। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। ঘরে-বাইরে কোথাও এক মুহূর্ত স্বস্তি মিলছে না। তীব্র রোদের কারণে তাপ উঠছে মাটি থেকেও। সকাল থেকেই থাকছে রোদের তাপ, ভ্যাপসা গরম। এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। রোদের তীব্র তাপে মানুষ বাইরে বের হতে পারছেন না। দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।

রবিউল ইসলাম নামে এক কুলফি আইসক্রিম বিক্রেতা বলেন, ‘আমি দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবসা করি, দেশের ৪০-৪৫টা জেলা ঘুরেছি। কিন্তু চুয়াডাঙ্গার মতো এমন গরম কোথাও দেখিনি। রাস্তায় হেঁটে হেঁটে মালাই বিক্রি করা যাচ্ছে না। মুখ পুড়ে যাচ্ছে, হাড়ির বরফও গলে যাচ্ছে।’ রাজীব হাসান নামে এক অটোরিকশাচালক বলেন, ‘দিনে যেমন গরম, রাতে তেমনই। কোনো সময়ই শান্তি নেই। আবার বিদ্যুৎও থাকছে না। খুব কষ্টে দিন কাটছে। যাত্রীও খুব কম।’ সুমন নামে এক পথচারী বলেন, ‘রাস্তায় হাঁটার কোনো উপায় নেই। মনে হচ্ছে আগুনের মধ্যে দিয়ে হাঁটছি।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

উড়তে গেলেই কাঁদতেন সুপারম্যানের নায়িকা
পর্বতারোহণের সময় দুর্ঘটনায় স্বর্ণজয়ী অলিম্পিয়ানের মৃত্যু
বন্যায় বেইজিংয়ে মৃত ৩৮, সরানো হলো ৮০ হাজার মানুষকে
গাজায় একদিনে আরও নিহত ১০৪, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ১০০
ভারতের ৬ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com