সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১
 
শিরোনাম:


ওষুধের ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা
সিলেট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:০১ PM

ওষুধের ওপর অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) কমাতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, ওষুধের ওপর যৎসামান্য ভ্যাট আরোপ করা হয়েছে। তবে তা কমানোর জন্য সুপারিশ করা হয়েছে। প্রত্যাশা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা বিবেচনা করবে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকট রয়েছে। হাসপাতালগুলোয় ডাক্তার, নার্সের ও শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি। মেঝেতে, ওয়াশরুমের পাশে সর্বত্র রোগীদের অবস্থান। এটা অশোভনীয়। সরকার জনবল সংকট নিরসনে কাজ করছে। স্বাস্থ্য খাতে অনেকগুলো সংস্কারের বিষয় আছে উল্লেখ করে নূরজাহান বেগম বলেন, ‘সংস্কার কমিটির প্রতিবেদন পেলে সেসব সংস্কার করা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে সবগুলো সংস্কার হয়ত করা সম্ভব হবে না। তবে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কার করবে বলেও আশা করছি।’

এসময় উপদেষ্টা আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে প্রায় সাড়ে ৪শ জন চোখ হারিয়েছে। আন্দোলনে যারা আহত, নিহত হয়েছেন কিংবা সেসময় যারা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিয়েছেন তাদের ত্যাগকে সবসময় মনে রাখারও আহ্বান জানাই। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষকরা, ওসমানী হাসপাতালের পরিচালক, উপ–পরিচালক সহ বিভাগীয় ও জেলার স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিল।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

টেকনাফে ৬৯ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ২ জন আটক
ঝিনাইগাতীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
আওয়ামীলীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে-সালাউদ্দিন আহমদ
নির্বাচন দেরি হলে ষড়যন্ত্রের ডালপালা বাড়তেই থাকবে: তারেক রহমান
বৈষম্যবিরোধীদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে গাজীপুর সদরে আনন্দ মিছিল
গাজীপুরে চার সাংবাদিকের ওপর হামলা, আটক এক
শীতার্তদের পাশে ছাত্রদল: পিরুজালীতে শীতবস্ত্র বিতরণ
নরসিংদীতে যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার
শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করায় পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com