শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
 
শিরোনাম: ৩০০ কক্ষ ভাঙচুর, সংস্কারের পরই চালু হবে শিক্ষা কার্যক্রম: ঢাবি উপাচার্য       সহিংসতায় আহতদের চিকিৎসা ও আয়ের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী       গ্রেপ্তারকৃতদের নির্যাতন চালিয়ে আদালতে হাজির করা হচ্ছে: ফখরুল       সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত       তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রের ওপর হামলা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী       পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিত হামলা চালানো হয়েছে: ডিবি হারুন       সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে      


রোজ কলা খেলে কি ওজন বাড়ে?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৫:৫১ PM

সহজলভ্য একটি ফল কলা। অনেকেরই সকালের নাশতায় এই ফলটি থাকা চাই। পাউরুটি কিংবা ওটসের সঙ্গে এটি খাওয়া হয়। তবে কেউ কেউ আবার রোজ কলা খেতে বারণ করেন। তাদের মতে, প্রতিদিন কলা খেলে ওজন বেড়ে যায়। আদৌ কি তা সত্য? পুষ্টিবিদরা কী বলেন এ বিষয়ে? 

পুষ্টির ভাণ্ডার কলা

পুষ্টিবিদদের মতে, কলা পুষ্টির ভাণ্ডার। এতে আছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামসহ একাধিক ভিটামিন ও খনিজ। তাই নিয়মিত কলা খেলে দেহে পুষ্টির ঘাটতি মিটবে বলা যায়। কলায় আছে প্রচুর পরিমাণে সলিউবল ও ইনসলিউবল ফাইবার। এসব উপাদান অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে এর জুড়ি মেলা ভার। কলায় থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ রাখে নিয়মিত। 

কলা খেলে কি ওজন বাড়ে?

প্রতি ১০০ গ্রাম কলায় আছে মাত্র ৮০ থেকে ৯০ ক্যালোরি এবং ০.৩ থেকে ০.৪ গ্রাম ফ্যাট। এই পরিসংখ্যান দেখে সহজেই বোঝা যায় যে কলা খাওয়ার সঙ্গে ওজন বাড়ার সত্যিই কোনো সম্পর্ক নেই। এমনকী কলা খেলে ফ্যাট বাড়ে বলে যে ধারণা প্রচলিত রয়েছে তারও কোনো বিজ্ঞানভিত্তি নেই। অর্থাৎ রোজকার ডায়েটে কলা রাখতেই পারেন। 

দিনে কতগুলো কলা খাওয়া যাবে? 

একজন সুস্থ মানুষ দিনে ১-২টি কলা খেতে পারেন। এতেই তার শরীরে পুষ্টির ঘাটতি মিটে যাবে। ওজন বাড়ার আশঙ্কাও থাকবে না। তবে কেউ যদি দিনে দুটি কলা খান তবে সেইদিন আর অন্য কোনো ফল খাবেন না। এই নিয়ম মেনে চললেই ক্যালোরি ব্যালেন্স থাকবে। ওজনও নিয়ন্ত্রণে থাকবে। 
ওজন বেশি থাকলে কি কলা খাওয়া যাবে? 

দেহের ওজন অতিরিক্ত হলে অবশ্যই কলা খাওয়ার সময় সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে দিনে একটির বেশি কলা খাওয়া যাবে না। যেদিন কলা খাবেন সেদিন অন্য কোনো ফলও খাওয়া যাবে না। এই হিসেব মেনে চললেই ডায়েটে কলা রাখতে পারবেন। 
তবে ক্রনিক কিডনি ডিজিজ থাকলে কলা না খাওয়াই ভালো। ঠিক একইভাবে কিছু হার্টের অসুখের ওষুধ এবং ব্লাড প্রেশারের ওষুধ খেলেও এই ফল এড়িয়ে যেতে হয়। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জন্মদিনের গান হয়ে বেঁচে থাকুক তার চলে যাওয়া: পরীমণি
৩০০ কক্ষ ভাঙচুর, সংস্কারের পরই চালু হবে শিক্ষা কার্যক্রম: ঢাবি উপাচার্য
কমলাকে সমর্থন দিলেন ওবামা ও মিশেল
‘মুক্তিযোদ্ধা কোটা সুবিধা কারা পাবে জানতে রিভিউ করা হবে’
সহিংসতায় আহতদের চিকিৎসা ও আয়ের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ ওবায়দুল কাদেরের
কোটা আন্দোলন: উত্তাল সারাদেশ, আরও ১২ জনের মৃত্যু
পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে রণক্ষেত্র মিরপুর ১০
যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ২ পথচারী গুলিবিদ্ধ
ঢাবির হল না ছাড়ার সিদ্ধান্ত কোটা আন্দোলনকারীদের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com