প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৫:১৪ PM আপডেট: ১০.০৬.২০২৩ ৬:১০ PM
গতকাল শুক্রবার বাংলাদেশ ভেসপা কমিউনিটির উদ্যোগে ঢাকায় উদযাপিত হয়ে গেল দ্বিতীয়বারের মতো নববী রাইড ২০২৩ । ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের কার্জন হল থেকে সকাল ৮.০০ টায় শুরু হয়ে ট্রাফিক আইন মেনে শৃঙ্খলতার সাথে হাইকোর্ট, মগবাজার, মহাখালি, বনানী, গুলশান-২, গুলশান-১ হাতির ঝিল হয়ে তেজগাও শিল্পাঞ্চলে এসে এই রাইড শেষ হয়। এতে প্রায় তিন শতাধিক ভেসপা প্রেমীদের আগমন ঘটে। বাঙালির ইতিহাস ঐতিহ্য কে ধারণ করতে এবং পূরোন কে যত্নে লালন করা এবং পুরোন ঢাকার অতীত ঐতিহ্যের সাথে নব সভ্যতার ঢাকার সাথে সেতু বন্ধন এই রাইডের মূখ্য উদ্দেশ্য। ধবধবে শুভ্র সাদা পাঞ্জাবী, সাদা লুঙ্গি পরিহিত পুরুষগণ আর নারীরা নিজেদের পছন্দের পোশাকে নিজের স্বকীয়তাকে প্রকাশ করেছেন। রাইড শেষে সকালের নাস্তা হিসেবে পরিবেশিত হয় পুরোন ঢাকার বাখরখানী, গুড়ের মূড়োলী,সামুচা, ভেজি্টেবল পাফ, নিমকী, আর মাঠা, খিলি পান। ছুটির দিনের সকালটা চারদিকে শুধু সাদার মেলা স্বপ্নের মত প্রাণবন্ত এবং সবার ছিলো হাস্য উজ্জ্বল মুখ। রাইড শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ভেসপা কমিউনিটির সফল উদ্যোগতা নাহিদ আহমেদ অসিম এবং দিদারুল ইসলাম সুজন।