প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৭:০৪ PM
মানুষের চাওয়ার যেমন শেষ নেই তেমনি পাওয়ার আশারও শেষ নেই।। যতটুকু করেন মন থেকে করেন,, এতে আত্মতুষ্টির স্বাদটা পাবেন।। অন্তত বলতেতো পারবেন, “হে আল্লাহ্ আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি” আমার আবার কিসের কষ্ট! আপনিতো আছেন আমার সাথে, আমি জানি আপনি কখনই ছেড়ে যাবেননা আমাকে” সবকষ্টের মূল্যায়ন কখনও কেউ করতে পারেনি, আমার ভালোটা আপনার ইচ্ছেতেই হোক। আপনিই আমাকে সবচেয়ে ভালো বুঝবেন,, যাদের জন্য কোন কষ্টকে গাঁয়ে মাখিনি, শতকষ্টেও হাজির থেকেছি,, তাঁদেরকে আপনি কষ্ট দিয়েননা আল্লাহ্, ইে ভাৃলাটাও আমি আপনার কাছ থেকেই চেয়ে নিচ্ছি।