প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৪ PM
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার দুই দিনের ঢাকা সফরে সোমবার (১১ সেপ্টেম্বর) তুরাগ নদে ঘুরতে গেলে রাস্তার পাশের একজন বিক্রেতা তাকে সিঙাড়া-সমুচা-জিলাপি খাওয়ার অনুরোধ করেন। তিনি বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টির মধ্যেই রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান।
২ দিনের সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা হন ম্যাক্রোঁ। বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
এর আগে, বেলা সাড়ে ১২টার দিকে তুরাগ তীরে পৌঁছান তিনি। পরে তিনি তুরাগ নদ ঘুরে দেখেন এ সময় নৌকাবাইচ উপভোগ করেন ইমানুয়েল। নৌকাবাইচের পাশাপাশি তিনি তুরাগে জেলেদের জাল ফেলে মাছ ধরার দৃশ্যও অবলোকন করেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়। পরে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ভারতে জি-২০ সম্মেলনে অংশ নেয়ার পর রোববার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় ঢাকায় পৌঁছান ইমানুয়েল ম্যাক্রোঁ।