শিরোনাম: |
বাংলাদেশে এসে ২০০৭ এর সেই ঘটনাকে মনে করালেন হেম্প
স্পোর্টস ডেস্ক
|
![]() ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে স্লিপে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছিলেন দীর্ঘদেহী লেভেরক। বাংলাদেশ এইচপি দলের হেড কোচ হয়ে আসা ডেভিড হেম্প লেভেরকের সতীর্থ ছিলেন। নিজের সাবেক সতীর্থের কথা স্মরণ করিয়ে জানান, লেভেরক এখন ক্রিকেটের ধারে কাছেও নেই। ৩২ ম্যাচে ৩৪ উইকেট নেয়া লেভেরকের ব্যাপারে হেম্প বলেন, ‘সে এখন আর ক্রিকেটের সঙ্গে নেই। অবশ্যই খেলে না। কিছুদিন কোচিং করালেও এখন আর এসবের মধ্যে নেই। সে এখন তার প্রাত্যহিক সাধারণ চাকরি নিয়েই আছে। ক্রিকেটের সঙ্গে কোন যোগাযোগ নেই, তবে সে ভালো আছে।’ সেই বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের গ্রুপে ছিল বারমুডা। সব গুলো ম্যাচ হারলেও লেভেরকের সেই ক্যাচ বিশেষ হয়েছিল বারমুডা ক্রিকেটের জন্য।
|