প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ২:০৫ PM
মাউন্ট মাঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল টাইগারদের। কিন্তু কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিতে খেলতে নেমে সে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১১০ রানেই অলআউট হয় লাল-সবুজের দল। পরে লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টি আইনে ১৭ রানে জিতে সিরিজ সমতায় শেষ করে নিউজিল্যান্ড।
টাইগারদের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর ভক্তদের মনে আশা জেগেছিল সিরিজ জিতে দেশে ফিরবে নাজমুল হোসেন শান্তরা। তবে তা করতে ব্যর্থ হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। কিন্তু ম্যাচ শেষে টাইগার কোচের মুখে ছিল দলের প্রশংসা।
হাথুরু বলেন,'সিরিজের শুরুতেই আমরা বলছিলাম আগে কী করেছি। আর আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর। আমার মনে হয় ক্রিকেটারদের অ্যাটিচিউড দারুণ ছিল। এই তরুণ দলটার কোনো ভয় নেই।'
'তারা মাঠে প্রতিদ্বন্দ্বীতা করতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে শান্তর নেতৃত্ব অসাধারণ ছিল। সে টেকটিক্যালি স্পট অন ছিল। ক্রিকেটারদের সঙ্গে বার্তায় সে খুব পরিষ্কার ছিল। তাদের কাছে কী চায় স্পষ্ট করে বলেছে।'
তিনি আরও বলেন, 'যদি আমি কিছু বলি, তাহলে নানা জল্পনা তৈরি হবে সত্যি বলতে। সিনিয়রদের এখানে না থাকায় তাদের অ্যাটিচিউডের কোনো সম্পর্ক নাই। আমার মনে হয় তারা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে।'
'আমার মনে হয় ড্রেসিংরুমের পরিবেশটা বেশ ভালো। কারণ তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমন আমি বলেছি শান্তর পক্ষ থেকে। তারা জানে তারা যথেষ্ট ভালো প্লেয়ার প্রতিদ্বন্দ্বীতা করার জন্য। আমার মনে হয় এজন্য তাদের মনে কোনো ভয় ছিল না'