প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৬:১১ PM
বয়সভিত্তিক আর নারী দলের আলোর নীচে, অন্ধকারাচ্ছন্ন ছিল জাতীয় দল। বিশ্বকাপে যাচ্ছে তাই পারফরম্যান্স, ঘরের মাঠেও রাজত্ব হারানোর মত ঘটনাও ঘটেছে ২০২৩ সালে। তবে বছরের শেষ সিরিজে এসে নিউজিল্যান্ডের মাটিতে নাজমুল শান্তর নেতৃত্বে ওয়ানডে আর টি-টোয়েন্টি জয় নতুন বাংলাদেশের ইঙ্গিত দেয়। চলুন ফিরে দেখি দেশের ক্রিকেটের ২০২৩ সালকে। প্রত্যাশা আর প্রাপ্তিতে বরাবরই বিস্তর ফারাক বাংলাদেশের ক্রিকেটে। ব্যতিক্রম নয় ২০২৩ও। অম্ল-মধুর বছরে বড় প্রাপ্তি যুবাদের এশিয়া কাপ জয়। প্রথমবার এশিয়ার সেরা অনূর্ধ ১৯ দল। স্বাগতিক আরব আমিরাতকে উড়িয়ে। অনেক প্রথমের জন্ম দিয়েছে নারী দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে ও টি টোয়েন্টি জয়। ওয়ানডেতে পাকিস্তানকে সিরিজ হারানো, ভারতকে রুখে দেয়া, সবই প্রথম টাইগ্রেসদের জন্য। পাক নারীদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জেতাও নতুন অভিজ্ঞতা নিগার সুলতানাদের।
বিষাদে ভরা বিশ্বকাপ জাতীয় দলের। নয় ম্যাচে মাত্র দু’জয়। ২০০৩ আসরের পর সবচেয়ে বাজে। আর অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করে আলোড়ন তোলেন সাকিব আল হাসান। আগে-পরে ইংল্যান্ড, আফগানিস্তান, নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হাতছাড়া করে খর্ব হয়েছে ঘরের মাঠে টাইগারদের আধিপত্য। ঘরে-বাইরে জিতেছে শুধু আয়ারল্যান্ডের বিপক্ষে। অর্জনের পাল্লা ভারি করেছে শেষভাগে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে আর টি-টোয়েন্টি জয়। সৌম্যের অসাধারণ সেঞ্চুরি, নাজমুল শান্তর অধিনায়কত্ব বছরের হাইলাইটস। টেস্টে মনে রাখার মতো বছর কাটিয়েছে বাংলাদেশ। সাদা পোষাকে হারেনি কোন সিরিজ। আয়ারল্যান্ড, আফগানিস্তানের সঙ্গে জিতলেও ড্র করেছে নিউজিল্যান্ডের সঙ্গে। টি টোয়েন্টিতে আরও দুরন্ত। ঘরের মাঠে তিন সিরিজ জিতেছে স্বাগতিকরা।
তবে এশিয়ান গেমসে হতাশ করেছে নারী-পুরুষ দু’দলই। চীন থেকে ফিরেছে ব্রোঞ্জ নিয়ে।
ক্রিকেটার থেকে বোর্ড কর্তা। বছরজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। কোচের সঙ্গে দ্বন্দ্বে তামিম ইকবালের অশ্রুসজল অবসর। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরে আসা। সাকিবের সঙ্গে দ্বন্দ্ব। বিশ্বকাপ দলে খান সাহেবের জায়গা হারানো। সবই ছিলো টক অব দ্যা কান্ট্রি। বছরের শুরুতে বিপিএল আয়োজন করে কথা রাখে বিসিবি। সবচেয়ে কম সমালোচনার আসরে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে রেকর্ড চতুর্থবার শিরোপা উল্লাসে মাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়াও জাতীয় লিগে টানা দ্বিতীয় আর রেকর্ড অস্টম শিরোপা জিতে ঢাকা বিভাগ। লংগার ভার্সনের বাংলাদেশ ক্রিকেট লিগে প্রথমবার সেরা ইস্ট জোন।