শিরোনাম: |
গেল বছর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের পর এ বছর এসে রঙিন পোশাকের ক্রিকেটের দুই ফরম্যাটেও কিউইদের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নেপিয়ারে ব্ল্যাক ক্যাপসদের হারানোর পর একই মাঠে স্বাগতিকদের টি-টোয়েন্টিতেও হারিয়েছে টাইগাররা। দাপুটে সেই জয়ের পর নাজমুল হোসেন শান্তর দলের সামনে এবার সিরিজ জিতে আরও এক ইতিহাস গড়ার হাতছানি। সে লক্ষ্যেই আজ দ্বিতীয় ম্যাচে মাউন্ট মঙ্গানুইতে মাঠে নামছে লাল-সবুজের দল। স্মৃতি বিজড়িত এই ভেন্যুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত।
২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাউন্ট মঙ্গানুইতেই জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। বে ওভালের সেই মাঠেই আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে টাইগাররা। তবে কিউইদের বিপক্ষে আজকের ম্যাচে দলে নেই লিটন। আগের ম্যাচে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই টাইগার ওপেনার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন।