শিরোনাম: |
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নেপিয়ারে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের পর টাইগারদের সামনে আজ আরও এক ইতিহাস গড়ার হাতছানি। সে লক্ষ্যেই আজ মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে লাল-সবুজের দল যেখানে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল শান্ত। এরপর বল হাতে নিজের প্রথম ওভারেই ফিন অ্যালেনকে সাজঘরের পথ দেখান শরিফুল ইসলাম। তবে অ্যালেন ফিরলেও আরেক কিউই ওপেনার টিম সেইফার্ট রুদ্র মূর্তি ধারণ করেছিলেন। তবে বিপজ্জনক কিছু করার আগেই তাকে ফিরিয়েছেন তানজিম সাকিব। তবে এরপর আর চার ওভার খেলা হতেই হানা দিয়েছে বৃষ্টি। ফলে আপাতত বন্ধ আছে খেলা।
স্বাগতিকদের বিপক্ষে আজ বল হাতে ইনিংসের সূচনা করেন শেখ মেহেদী। টাইগার স্পিনারের করা প্রথম ওভারে কিউইদের স্কোরবোর্ডে যোগ হয় ৯ রান। দুই কিউই ওপেনার মিলে যেন শুরু থেকেই ঝড়ের আভাস দিচ্ছিলেন।