শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


বৃষ্টিতে বন্ধ খেলা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১:২৮ PM


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নেপিয়ারে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের পর টাইগারদের সামনে আজ আরও এক ইতিহাস গড়ার হাতছানি। সে লক্ষ্যেই আজ মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে লাল-সবুজের দল যেখানে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল শান্ত। এরপর বল হাতে নিজের প্রথম ওভারেই  ফিন অ্যালেনকে সাজঘরের পথ দেখান শরিফুল ইসলাম। তবে অ্যালেন ফিরলেও আরেক কিউই ওপেনার টিম সেইফার্ট রুদ্র মূর্তি ধারণ করেছিলেন। তবে বিপজ্জনক কিছু করার আগেই তাকে ফিরিয়েছেন তানজিম সাকিব। তবে এরপর আর চার ওভার খেলা হতেই হানা দিয়েছে বৃষ্টি। ফলে আপাতত বন্ধ আছে খেলা।

স্বাগতিকদের বিপক্ষে আজ বল হাতে ইনিংসের সূচনা করেন শেখ মেহেদী। টাইগার স্পিনারের করা প্রথম ওভারে কিউইদের স্কোরবোর্ডে যোগ হয় ৯ রান। দুই কিউই ওপেনার মিলে যেন শুরু থেকেই ঝড়ের আভাস দিচ্ছিলেন।

তবে তা হতে দেননি শরিফুল। নিজের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনকে সাজঘরের পথ দেখান তিনি। টাইগার পেসারের করা বলে ড্রাইভ করে রিশাদ হাসানের মুঠোবন্দি হন অ্যালেন। এদিকে অ্যালেন ফিরলেও অপরপ্রান্তে ঝড় তুলেছিলেন আরেক ওপেনার ফেইফার্ট। টাইগার বোলারদের তুলোধুনো করে দ্রুত স্কোরবোর্ডে রান তুলছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বড় কিছু করার আগেই তাকে ফিরিয়েছেন তানজিম সাকিব। টাইগার পেসারের বলে ক্যাচ তুলে দিয়ে অধিনায়ক শান্তর মুঠোবন্দি হন তিনি। তবে সাজঘরে ফেরার আগে ৬ চার এবং ১ ছয়ে ২৩ বলে ৪৩ রান করেছেন তিনি। এদিকে সেইফার্ট ফেরার পর আর চার ওভার খেলা হতেই বে ওভালে বৃষ্টি নামে। ফলে আপাতত বন্ধ রয়েছে খেলা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিদায় ২০২৩ স্বাগত ২০২৪
নতুন বইয়ের ঘ্রাণে মাতবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
আগৈলঝাড়ায় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ
কালিহাতীর আফজালপুর চরে নৌকার বিশাল সভা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

স্বাধীনতার গান আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চান লেনিন
কালীগঞ্জে ২ ভাগে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা
গাজীপুরে প্রেমিকাকে গলা কেটে হত্যা প্রেমিক আটক
এই প্রথম মৃত্যুবরণ কারী সকল ইপিএসকর্মী সহ প্রবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ডিআইএর পরিচালক অলিউল্লাহ আজমতগীরের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com