প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৭:১২ PM
ফুটবলে ১০ নম্বর জার্সির ওজন অনেক বেশি। দলের সেরা তারকাকেই এটা দেওয়া হয়। তার উপর আর্জেন্টার ইতিহাসের সেরা ফুটবলার মেসি এ জার্সি পরে গড়েছেন নানা কীর্তি। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেন লা পুলগা। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা আর মেসি জিতে নেয় প্রথম বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই এর ওজন বেড়ে গিয়েছে আরও।
তারপর থেকেই ফুটবল রাজপুত্রের অবসর নিয়ে চর্চা শুরু হয়। মেসি কবে অবসর নেবেন তা এখনও চূড়ান্ত নয়। তবে এলএমটেনের অবসরের সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় চলে যাবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিও। এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রধান ক্লদিও তাপিয়া।
আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমকে তাপিয়া বলেন, 'মেসি যেদিন জাতীয় দল থেকে অবসর নেবে, আমরা আর কাউকে এরপর ১০ নম্বর জার্সি পরার অনুমতি দেবো না। তার সম্মানে এই ১০ নম্বর জার্সিও আজীবনের জন্য অবসরে চলে যাবে। অন্তত এটুকু আমরা তার জন্য করতেই পারি। '
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৮০ ম্যাচ খেলে ১০৬টি গোল করেছেন মেসি। তার নেতৃত্বে ২০২১ কোপা জেতার পর ২০২২ বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। আর তাতে পেলে ও ম্যারাডোনার পাশাপাশি ফুটবল ইতিহাসে অমরত্ব পেয়ে গেছেন মেসি।
এর আগে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেই শিরোপা এনে দিয়েছিলেন তিনি দিয়েগো ম্যারাডোনা। কয়েক বছর আগে তার সম্মানে ১০ নম্বর জার্সি তুলে রাখতে চেয়েছিল আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিন্তু ফিফার নিয়ম তাতে বাধা হয়ে দাঁড়ায়। কারণ ফিফার নিয়ম অনুযায়ী, শীর্ষ টুর্নামেন্টে সব জাতীয় দলকে অবশ্যই ১ থেকে ২৩ এর মধ্যে জার্সি নম্বর ব্যবহার করতে হবে। পরে সেই জার্সি আর অবসরে পাঠানো যায়নি।