শিরোনাম: |
সাকিবের অর্ধশতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
|
![]() অভিষিক্ত তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিমধ্যে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের ক্লাবের মাইলফলক ছুঁলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ক্যারিয়ারের ২২৮তম ওয়ানডে ম্যাচে এই কীর্তি গড়লেন সাকিব। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। যেখানে সেঞ্চুরি করেছেন ৯টি, ফিফটি ৫২টি। প্রথম ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে পথ দেখাচ্ছেন সাকিব ও হৃদয় জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৩ উইকেটে ১৫৫ রান। |