শিরোনাম: |
রায়হান উল্লাহর 'মায়াপথিক'
নিজস্ব প্রতিবেদক
|
![]() প্রকৃত আমরা ভ্রহ্মাণ্ডে এসেছি মায়াপথিক রূপেই। আর কাব্যের কোনো কাঠামো নেই। যদি কিছু কথা থেকে যায় যার দ্বারা মায়াপথিক বিম্বিত হবেন ইথারে-অনন্তে; তবেই রায়হান উল্লাহর মায়াপথিক হওয়া সার্থক। পুরোটাই বিচার করবেন সময়-সভ্যতা-অনন্ত ধরে আগত মানুষ। মানুষের জন্য মানুষের তরে মানুষের বেশে রায়হান উল্লাহর প্রথম প্রয়াস মায়াপথিক। খুব সহজে হতে পারে শেষও। সবই অন্যলোকের অন্য একজনের ইশারা। মায়াপথিক হওয়া ও কাব্যের ছলাকলা - রায়হান উল্লাহ
|