বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


অপরাধ
সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত করা পলাতক ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪ পিএম   (ভিজিট : ২১)
সিলেটে সিআইডির এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সাইবার মামলার আসামি ছাত্রলীগ নেতা রহিম উদ্দিন রাজু (৩৩) পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর মজুমদারি এলাকার সৈয়দ বাড়ীর একটি মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার রাজু সিলেটের কানাইঘাট উপজেলার পশ্চিম কোনাগ্রামের রফিক উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি নগরীর টিলাগড় শাপলাবাগ এলাকায় বসবাস করতেন। তিনি নিজেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

মঙ্গলবার সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি ড. মো. আল মামুনুল আনসারী জানান, রহিম উদ্দিন রাজু সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলার পলাতক আসামি ছিলেন। সোমবার রাত ৯টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির খোরশেদ আলম সাগরদিঘীরপাড় এলাকায় তাকে গ্রেফতার করতে গেলে তিনি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে খোরশেদ আলমের বাম বগলের নিচে প্রায় তিন ইঞ্চি গভীর ক্ষত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা শেষে বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, কোতোয়ালী থানা ও এয়ারপোর্ট থানাপুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মজুমদারি এলাকা থেকে রাজুকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়, যেখানে তার পরিচয় হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য লেখা রয়েছে।

সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, রহিম উদ্দিন রাজুর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ৬টি মামলা রয়েছে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নকলায় শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা
তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন: এ্যানি
কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
ইউএনও’র উদ্যোগে শেওলা ও পরগাছামুক্ত হল বধ্যভূমির স্মৃতিস্তম্ভ
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কটিয়াদীতে দ্রুতগামী নসিমন গাড়ি উল্টে নিহত ১ ও আহত ১
ততটুকু সংস্কার হবে যতটুকু আমলাতন্ত্র চায়: ইফতেখারুজ্জামান
কালীগঞ্জে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনায় চারজনকে জরিমানা
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ছড়িয়ে পড়ছে সংঘাত, এ পর্যন্ত নিহত ৭
গণর্পূতের নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলামের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com