প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম (ভিজিট : ৮২)
গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনার অভিযোগে চারটি মামলায় চারজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জাঙ্গালীয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানকালে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে কাউলিতা গ্রামের আব্দুস সালাম খানের পুত্র মোঃ রুবেল খান (৩৭), মৃত ইউসুফ খানের পুত্র কাইউম খান (৬০), নুরউদ্দিন খানের পুত্র মামুন খান (২৮) এবং আদি জাঙ্গালিয়া গ্রামের মোঃ রেয়াজউদ্দিন ভুঞার পুত্র মোঃ কামাল হোসেন ভুঞা (৫০)–কে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় রাজেন্দ্রপুর রেঞ্জের সূর্য নারায়নপুর বিট কর্মকর্তা ও প্রসিকিউটর তৌহিদুল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।