মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ পিএম   (ভিজিট : ৫৬)
দুঃসময় যেন পিছুই ছাড়ছিল না লিভারপুলকে। টানা ৩ ম্যাচ হেরে হতাশ করে সমর্থকদের। তবে এবার পেয়েছে জয়ের দেখা। মোহাম্মদ সালাহকে ছাড়াই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়েছে দলটি ২-০ ব্যবধানে।

এই ম্যাচ দিয়ে দীর্ঘ এক অপেক্ষার অবসানও হলো। লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে গোলের সূচনা করেছে আলোকসান্দার ইসাক। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোল করে লিভারপুলকে লিড এনে দেন তিনি। আর অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো।

টানা ৩ ম্যাচ পর পাওয়া জয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে লিভারপুল। ওয়েস্ট হ্যাম ১১ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৭ নম্বরে। ইদানিংকালে ভালো পারফরম্যান্স করতে না পারায় মোহামেদ সালাহকে মাঠে নামাননি আর্নে স্লট। বেঞ্চে বসে তিনি দেখলেন দলের জয়।

ম্যাচের ২১ মিনিটে দারুণ সুযোগ পেয়েও গোল করতে পারেননি আলেকসান্দার ইসাক। ৩৯ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েও দুর্বল শটে গোল করতে পারেননি ফ্লোহিয়ান ভিয়েৎস। এবারও ঠেকিয়ে দেন গোলকিপার আলফুঁস আরিওলা।

৬০তম মিনিটে এসে অবশেষে গোলের খরা ভাঙেন ইসাক। কোডি গাকপোর নিচু করে বাড়ানো কাটব্যাক থেকে প্রথম স্পর্শেই শট নেন তিনি, যা পোস্ট ঘেঁষে জড়িয়ে যায় জালে। গত সেপ্টেম্বরে ১২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দেওয়া ইসাক এভাবেই পেলেন তাদের হয়ে প্রিমিয়ার লিগে প্রথম গোলের স্বাদ।

৮১ মিনিটে মাঝমাঠে লিভারপুলের সোবোসলাইকে ফাউল করেন নিকলাস ফুয়েলখুগ। সেই সিদ্ধান্ত নিয়ে রেফারির সঙ্গে অকারণে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন লুকাস পাকেতা। এরপরও শান্ত হতে না পেরে ফের আপত্তি জানালে দেখা যায় লাল কার্ডও।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গাকপো দারুণ এক গোল করে ব্যবধান ২–০ করেন। জো গোমেজের উঁচু করে বাড়ানো পাস বুক দিয়ে থামিয়ে অসাধারণ নিয়ন্ত্রণে নেন তিনি, এরপর শক্তিশালী শটে লক্ষ্যভেদ করেন নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

মালদ্বীপে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির বিশেষ দোয়া মাহফিল
৪ডিসেম্বর শামা ওবায়েদ রিংকুর সালথায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
বাংলাদেশ–মালদ্বীপ কৃষি সহযোগিতায় নতুন অঙ্গীকার
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন কলোনির ৭৫ কক্ষ পুড়ে ছাই
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জাতীয় নাট্যশালায় ফাস্ট ইয়ুথ ম্যাজিক ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
মালদ্বীপে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির বিশেষ দোয়া মাহফিল
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আক্তারুজ্জামানকে ঘিরে তুফান—অভিযোগের আড়ালে কী বলছে অনুসন্ধান
“মাদক নয়, তরুণদের খেলার মাঠে ও সুস্থ বিনোদনে ফিরিয়ে আনতে চাই” — ড. শফিকুল ইসলাম মাসুদ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com