প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম (ভিজিট : ৩১)
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি)’র সহযোগিতায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনী মেলা ও সপ্তাহ ব্যাপী নানা আয়োজনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিরা অংশ গ্রহণ করে।
প্রদর্শনীতে ৩০টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ, হাঁস-মুরগি, কবুতর, ভেড়া, ডিম, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়।
শোভাযাত্রা ও মেলা স্টল পরিদর্শন আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. রাহাতুন জান্নাত মৌলির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. এমদাদুল হক প্রমূখ।