প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:৫৪ পিএম (ভিজিট : ৫৬)
পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির স্থায়ি কার্যালয় উদ্বোধন হয়েছে। হতকাল রোববার সকালে উপজেলা বিএনপি সিনিয়র আহবায়ক মোঃ আব্দুল গনি সিকদারের সভাপতিত্বে শহরের মুল কেন্দ্রে হাসান দালাল মার্কেটি এ ভবন কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মুঃ মুনির হোসেন প্রধান অতিথি হিসাবে তিনি বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ফ্যাসিস্ট আওয়ামীলীগের হামলা,মামলার কারণে নিজস্ব কার্যালয় করতে পারিনি। ৪ আগস্ট ছাত্র- জনতার আন্দোলনে দলবলসহ পালিয়ে গেছে।
এখন অন্তবর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বান দিবেন। এ দলের আমি একজন মনোনয়ন প্রত্যাশী। বিএনপির জনগনের দল। তারেক রহমান ও বেগম জিয়ার নির্দেশ ৩১ দফা বাস্তবায়নের দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। দেশের একটি ইসলামী দল, জনগনকে বেহেস্তের টিকিট বিক্রি করে সরল,সহজ এবং ধর্মপ্রাণ মুসলদের ধোকা দিচ্ছে। এটা ইসলামকে খাটো এবং নিন্দিত কাজ করছে। বেহেস্ত ও দোজক আল্লাহর নিয়ন্ত্রিত। ভালো কর্মের ফল তিনি দিবেন৷ এটা মানুষের হাতে নয়,আল্লাহর সন্তুষ্টির বিষয়।
কোন ব্যক্তি বা দল বেহেস্তে নিতে পারবেনা। এই বক্তব্য ইসলামী ও পবিত্র কোরান শরীফ বিরোধী এবং মানুষকে বিভ্রান্তিতে ফেলে ভোটে জয়ি হতে চায়। এ দেশের মানুষ এখন বোকা নয়। বিএনপি ক্ষমতায় আসলে ধর্ম,বণের সকল মানুষ রাস্ট্রের সংবিধানের সুবিধা ভোগ করবে। আর কৃষক,শ্রমিক জেলে তাঁতি তাদের ন্যায্য অধিকার পাবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আহবায়ক আব্দুল জব্বার মৃধা,সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ সহ অঙ্গসংগঠনের ১৫টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। মোহাম্মদ জাফর ইকবাল, বাউফল প্রতিনিধি পটুয়াখালী