প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:৩৭ পিএম (ভিজিট : ২৩)
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
পরীক্ষার্থীদের অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে যানজট দেখা দেয়।
আন্দোলনরত পরীক্ষার্থীরা, ‘বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে’, ‘পিএসসির বিরুদ্ধে লড়াই হবে একসাথে’, ‘যৌক্তিক দাবি মেনে নাও, নিতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।