‘‘গত কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। ডার্ক চরিত্রেও আমাকে দেখা গেছে। অনেক দিন ধরে চাচ্ছিলাম সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা হালকা কিছু করতে; যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে যখন কল এলো, আমি আর না করতে পারিনি। এটি বড় প্রজেক্ট। কেন করব না। সঙ্গে সঙ্গে অভিনয়ের ব্যাপারে সম্মতি দিয়েছি। তাছাড়া এই সিরিয়ালটি একটি ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়। আমার কাছে মনে হয়েছে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’’
ব্যাচেলর পয়েন্ট-এ ধারাবাহিকে যুক্ত হওয়া প্রসঙ্গে এভাবেই বললেন অর্চিতা স্পর্শিয়া। প্রায় চার মাসের বিরতির পর পর্দায় ফিরছেন এই তারকা অভিনেত্রী। ফিরেই দর্শকের জন্য বড় একটি চমক নিয়ে হাজির হয়েছেন তিনি।
সম্প্রতি ব্যাচেলর পয়েন্ট-এর নতুন সিজনে তাঁর অভিনয় করা নিয়ে আলোচনা চলছিল। কিছুদিন আগে নাটকের টিম তাদের নতুন নায়িকার পেছন ভাগের একটি ছবিও প্রকাশ করেছিল। তবুও নিশ্চিত হওয়া যায়নি, কে সেই অভিনেত্রী। গত বৃহস্পতিবার বঙ্গতে নতুন পর্ব রিলিজের পর প্রকাশ পেয়েছে সেই মুখ।
গত চার মাস আগে স্পর্শিয়াকে শেষ কাজে দেখা যায়। এরপর তিনি ছিলেন পুরোপুরি আড়ালে। না ছোটপর্দায়, না বড়পর্দায়! কোথাও দেখা যায়নি তাঁকে। মাঝে করিয়েছেন অস্ত্রোপচার। সুস্থ হয়ে ফিরলেন অভিনয়ে।
বিরতি প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘ব্যাচেলর পয়েন্টে কাজের জন্যই আমি বিরতি নিয়েছিলাম। গত কোরবানির ঈদের পর ইচ্ছা করেই নিজেকে পর্দায় অফ রেখেছি। আমি চাচ্ছিলাম পর্দায় আমাকে কয়েকমাস দেখা না যাক, তারপরেই ব্যাচেলর পয়েন্টে দর্শক আমাকে দেখবেন। আমার ক্যারিয়ার গ্রাফ খেয়াল করে দেখবেন, আমি সবসময় পর্দায় থাকি না। কয়েক মাস পর পর আসি। যখনই আসি ভালো কাজ নিয়ে আসি। কাজটি নিয়ে আর বেশি কিছু বলব না। আমার সঙ্গে কারও পেয়ার হয় কিনা, বা চরিত্র কতটা আনন্দিত করবে সেটি সিজন ফাইভে নেক্সট পর্বগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন। দর্শক কীভাবে নাটকটি গ্রহণ করেন সেটিই দেখার অপেক্ষায় রইলাম।’
নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে স্পর্শিয়ার এটি প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘এর আগে অমি ভাইয়ের [কাজল আরেফিন অমি] সঙ্গে কখনও কাজ করা হয়নি। তিনি মেধাবী নির্মাতা। সব অভিনয়শিল্পীই চান, ভালো নির্মাতার সঙ্গে অভিনয় করতে। চেষ্টা করেছি আমাদের কোলাবোরেশন অনেক স্ট্রং কিছু করতে। ক্যারিয়ারের শুরুতে আমি যেভাবে কাজ করতাম সেভাবেই করেছি। আগে তো অনেক ধারাবাহিক নাটকে কাজ করতাম। শুটিংয়ে সেদিনগুলো খুব মিস করেছি। শুটিংয়ে পুরোনো ভাইব পেয়েছি।’
কাজটির দর্শক-সাড়া প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে দুই ধরনের সাড়া পাচ্ছি। সবাই খুব অবাক হয়েছেন আমি কীভাবে ফানি টাইপের কাজটি করছি। কোনোভাবে তারা মেলাতে পারছেন না। সবাই খুব সারপ্রাইজড। একে তো কম কাজ করি। যেগুলো করি তার সঙ্গে নতুন সিরিয়ালের কোনো মিল নেই। আমি চাচ্ছিলাম অডিয়েন্স অবাক হোক। যারা ব্যাচেলর পয়েন্টের ভক্ত তারা আমাকে পেয়ে খুব খুশি হয়েছে।’
স্পর্শিয়া অভিনয়জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের দিয়ে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি বেশ আলোচিত হয়। এরপর তাঁকে আর পিছু তাকাতে হয়নি। এরপর নাটক, চলচ্চিত্রে দেখিয়েছেন অভিনয় মুনশিয়ানা।
দেখতে দেখতে অভিনয় জীবনের দেড় দশক পার করেছেন স্পর্শিয়া। নতুন নতুন চরিত্রে অভিনয় করে চেনা পথে তিনি আরও যেতে চান বহুদূর।
স্পর্শিয়া বললেন, ‘অনেক লম্বা একটা যাত্রা পার করেছি। আমি কিছু একটা করতে পেরেছি–এটি ভেবে ভালোলাগা কাজ করছে। অভিনয়জীবনে সবার সব সময় এক রকম যায় না। নানা চড়াই-উৎরাই থাকে। এখানে টিকে থাকাই বড় ব্যাপার। যে টিকে থাকতে পারে সেই জয়ী। আমি যে টিকে থাকতে পারছি, আগামীতেও পারব ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে নিজেকে সফল মনে হয়। আমি অনেক ভালো চরিত্রে কাজের সুযোগ পেয়েছি। আমাদের সমাজের নানান রকম চরিত্রের গল্প আছে। হয়তো আরও কিছু চরিত্র আবিষ্কার করব বয়সের সঙ্গে। আমি মানুষের গল্প বলতে চাই। সামনে ফিকশনাল চরিত্রের চেয়ে বাস্তব চরিত্রে আরও বেশি বেশি কাজ করতে চাই।’
নাটকের কাজের বাইরে সিনেমায়ও ব্যস্ততা রয়েছে স্পর্শিয়ার। নতুন একটি চলচ্চিত্রে কাজ করছেন। এটি আর্টফিল্ম। যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না তিনি। আরও একটি চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে শিগগিরই এ সিনেমায় অভিনয় করবেন তিনি। সামনের ঈদের জন্য কাজ শুরু করেছেন তিনি। দর্শক ঈদে তাঁকে ভিন্নধর্মী কিছু চরিত্রে দেখতে পাবেন বলে ইঙ্গিত দেন এই অভিনেত্রী।