প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম (ভিজিট : ৪৯)
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে ৪নং ওয়ার্ড বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে চকপাঁচপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা জনসভায় রূপান্তরিত হয়। শীত উপেক্ষা করে দলীয় নেতাকর্মী ছাড়াও ঢল নামে জনতার।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র অন্যতম সদস্য, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবদীন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহিদ আমিন, ত্রিশাল পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলহাজ্ব বজলুল করিম শাহিন, উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শুভা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার আল নাসের, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: শওকত হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদীন দলীয় নেতাকর্মীদের ৩১দফা বাস্তবায়নের জন্য প্রতিটি ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সালাম পৌছিয়ে দেওয়ার মাধ্যমে ৩১ দফার গুরুত্ব ও তাৎপর্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করে গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা রূপরেখা জাতির সামনে নতুন দিগন্ত উন্মোচন করেছে উল্লেখ করে জয়নাল আবেদীন আরও বলেন, এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসিত, জবাবদিহিমূলক ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত রাষ্ট্র গড়া সম্ভব হবে।
দলকে পুনর্গঠনের মাধ্যমে ভবিষ্যৎ আন্দোলনকে গতিশীল করতে প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী করণের জন্য তৃণমূল পর্যায়ে নিয়মিত মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহবান জানান।