প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম (ভিজিট : ৩৭)
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় মালিঝি ব্রিজ সংলগ্ন একটি পুকুর থেকে শফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত শফিকুল উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া (মানুপাড়া) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পরিবার জানায়, তিনি পেশায় ভিক্ষুক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম বুধবার সকাল ৭টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে কাপাসিয়া এলাকায় পুকুরে ভাসমান একটি অজ্ঞাত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ছেলে রাজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।