বুধবার ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


আইন-আদালত
হত্যার পর ২৬ খণ্ড: জরেজ-শামীমার দায় স্বীকার
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ২০)
রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার পর ২৬ খণ্ডের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার জরেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার পরকীয়া প্রেমিকা শামীমা আক্তার ওরফে শামীমা ওরফে কহিনুর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের জবানবন্দি রেকর্ড করেন।

আদালত সূত্রে জানা গেছে, পাঁচ দিনের রিমান্ড চলাকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ধানমণ্ডি জোনাল টিমের উপপরিদর্শক মো. এনামুল হাসান তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গত শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে জরেজকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই জেলার লাকসাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শামীমাকে। পরদিন তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
 
গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে নীল ড্রাম থেকে খণ্ড খণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। ২৬ টুকরা লাশের প্রথমে পরিচয় পাওয়া না গেলেও আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইস থেকে পরিচয় শনাক্ত করা হয়। 

জানা যায়, লাশটি রংপুরের বদরগঞ্জ উপজলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আশরাফুল হকের। এ ঘটনায় শুক্রবার শাহবাগ থানায় একটি মামলা করেন নিহতের বোন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

মোরসালিনের গোলে ভারতকে হারাল বাংলাদেশ
‘মিড ডে মিল’ চালুর দ্বিতীয় দিনেই হতাশ কোমলমতি শিক্ষার্থীরা
৩১ দফা বাস্তবায়নে ত্রিশালে বিএনপি নেতা জয়নাল আবেদীনে মতবিনিময়
সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলি বাতিলের দাবিতে শ্রীবরদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ–মানববন্ধন
ভোলায় ১৫ মাস অনুপস্থিত থেকে নিয়মিত বিল তুলছেন অধ্যক্ষ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত
শেরপুর চীফ জুডিশিয়াল আদালতের রেকর্ড কিপার নুরুজ্জামান ভারতীয় মদসহ গ্রেফতার
প্রকাশ পেল সাদিয়া আফরার 'মিছে মায়া'
কলকাতা টেস্ট জিততে ভারতের লক্ষ্য ১২৪
কপ-৩০ সম্মেলনের অর্ধেক পথ পেরিয়েও নেই প্রত্যাশিত অগ্রগতি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com