প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম (ভিজিট : ২০)
রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার পর ২৬ খণ্ডের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার জরেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার পরকীয়া প্রেমিকা শামীমা আক্তার ওরফে শামীমা ওরফে কহিনুর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের জবানবন্দি রেকর্ড করেন।
আদালত সূত্রে জানা গেছে, পাঁচ দিনের রিমান্ড চলাকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ধানমণ্ডি জোনাল টিমের উপপরিদর্শক মো. এনামুল হাসান তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে জরেজকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই জেলার লাকসাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শামীমাকে। পরদিন তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে নীল ড্রাম থেকে খণ্ড খণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। ২৬ টুকরা লাশের প্রথমে পরিচয় পাওয়া না গেলেও আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইস থেকে পরিচয় শনাক্ত করা হয়।
জানা যায়, লাশটি রংপুরের বদরগঞ্জ উপজলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আশরাফুল হকের। এ ঘটনায় শুক্রবার শাহবাগ থানায় একটি মামলা করেন নিহতের বোন।