মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
‘মিড ডে মিল’ চালুর দ্বিতীয় দিনেই হতাশ কোমলমতি শিক্ষার্থীরা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম   (ভিজিট : ২৬)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফিডিং কর্মসূচির আওতায় দেশের ১৬৫টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩১ লাখ কোমলমতি শিশু শিক্ষার্থীর জন্য পাইলট প্রকল্প হিসেবে ‘মিড ডে মিল’ চালু করা হয়। এরমধ্যে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গতকাল (সোমবার) এ দুই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীর মাঝে ‘মিড ডে মিল’ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হতাশার বিষয় হলো, উদ্বোধনের দ্বিতীয় দিনেই (মঙ্গলবার) কোমলমতি শিক্ষার্থীরা ‘মিড ডে মিল’ পায়নি। ফলে ফিডিং কর্মসূচির শুরুতেই যেন হ-য-ব-র-ল অবস্থা দেখা দিয়েছে।

বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা হলে তারা বলেন, ‘আমরাতো জানি আমাদের সন্তানকে টিফিনের সময় সরকারি ভাবে খাবার সরবরাহ করা হবে; তাই তাদেরকে টিফিনের জন্য কোন খাবার বা খাবার কিনার টাকা দেইনি। ফলে কোমলমতি শিশুরা টিফিনের সময় অভ্যাসগত খাবার না পেয়ে হতাশ হয়ে পড়ে। তাছাড়া দীর্ঘ পাঠ গ্রহনের মাঝে টিফিনের (খাবার) অভাবে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে শিক্ষার্থীরা।’ তারা আরো বলেন, ‘সব পণ্য হাতে বুঝে না পেয়ে, তড়িগড়ি করে এই কার্যক্রম চালু করা ঠিক হয়নি।’

নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফখরুল আলম জানান, উদ্বোধনের দিন তাঁর বিদ্যালয়ের ৫৬৮ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৭২ জনের মাঝে শুধামাত্র ইউএইচটি দুধের প্যাকেট বিতরণ কার হয়েছে। অন্যকোন খাবার বিদ্যালয়ে পৌঁছানো হয়নি, তাই বিতরণ করাও সম্ভব হয়নি। তবে উদ্বোধনের দ্বিতীয় দিনেই কোন খাবার না পেয়ে শিক্ষার্থীরা কিছুটা হতাশ হয়েছে। কেউ কেউ খাবার না আনায় টিফিন পিরিয়ডে অনাহারে থেকেছে বলেও তিনি জানান। তবে মঙ্গলবার টিফিনের সময় তাঁর নিজস্ব অর্থায়নে শিশু শিক্ষার্থীর জন্য হালকা খাবারের ব্যবস্থা করেছিলেন বলে বেশ কয়েকজন সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের দেওয়া তথ্য মতে জানা গেছে।

বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনতে সচেতন অনেকে সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক) নিজস্ব টাইমলাইনে ‘ফিডিং কর্মসূচির শুরুতেই হ-য-ব-র-ল!’; ‘শিশু শিক্ষার্থীদের নিয়ে কেন এই তামাশা?’; ‘মিড ডে মিল’ চালুর দ্বিতীয় দিনেই হতাশ কোমলমতি শিক্ষার্থীরা!’; ‘মিড ডে মিলের অপর নাম কি হতাশা?’; ‘মিড ডে মিলের শুরুতেই হযবরল!’--- ইত্যাদি ইত্যাদি শিরোনামে লেখা পোস্ট করেছেন। ফলে স্বাভাবিক কারনেই এই কর্মসূচি নিয়ে জনমনে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে স্থানীয় শিক্ষানুরাগীরা বিভিন্ন তথ্যের বরাত দিয়ে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের দিন (সপ্তাহে ৫দিন) উপস্থিত শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার হিসেবে একটি করে বনরুটি, ইউএইচটি দুধ, সপ্তাহে ২দিন সেদ্ধ ডিম, দেশীয় মৌসুমি ফল বা কলা ও ফরটিফাইড বিস্কুট সরবরাহ করার কথা। অথচ ‘মিড ডে মিল’ বিতরণ কার্যক্রম উদ্বোধনের দ্বিতীয় দিনেই কোমলমতি শিশু শিক্ষার্থীরা টিফিনের সময় অনাহারে থেকেছে। এমনটা কারো কাম্য নয়। প্রয়োজনে কয়েকদিন পিছিয়ে ‘মিড ডে মিল’ কার্যক্রম উদ্বোধন করলে, কি এমন দোষ হতো?’ তরুণ সাংবাদিক আমানুল্লাহ আসিফসহ অনেকে তাদের পোস্টের লেখার শেষাংশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। আর তাদের সাথে মন্তব্য/কমান্টের মাধ্যমে ঐকমত্য পোষণ করছেন শিক্ষানুরাগী মহল।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

মোরসালিনের গোলে ভারতকে হারাল বাংলাদেশ
‘মিড ডে মিল’ চালুর দ্বিতীয় দিনেই হতাশ কোমলমতি শিক্ষার্থীরা
৩১ দফা বাস্তবায়নে ত্রিশালে বিএনপি নেতা জয়নাল আবেদীনে মতবিনিময়
সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলি বাতিলের দাবিতে শ্রীবরদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ–মানববন্ধন
ভোলায় ১৫ মাস অনুপস্থিত থেকে নিয়মিত বিল তুলছেন অধ্যক্ষ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত
শেরপুর চীফ জুডিশিয়াল আদালতের রেকর্ড কিপার নুরুজ্জামান ভারতীয় মদসহ গ্রেফতার
প্রকাশ পেল সাদিয়া আফরার 'মিছে মায়া'
কলকাতা টেস্ট জিততে ভারতের লক্ষ্য ১২৪
শেখ হাসিনার রায় নিয়ে আতঙ্ক বিরাজ করছে: মির্জা ফখরুল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com