মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
মোশারফ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ ১৪ কোটি টাকার বেশি: দুদকের দুই মামলা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:২৬ পিএম   (ভিজিট : ৩২)
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন এবং তার স্ত্রী জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের বিরুদ্ধে সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুই মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (মঙ্গলবার) দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। 

প্রথম মামলায় মোশারফ হোসেনের বিরুদ্ধে ১ কোটি ৩৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, মোশারফের দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৬৭৭ টাকা সম্পদের কথা উল্লেখ করেন। আয় ও ব্যয় মিলিয়ে মোট ৫ কোটি ৭১ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। অন্যদিকে তার বৈধ আয় পাওয়া ৪ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৪৭৪ টাকা। তাই তার নামে ১ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৩ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

আর দ্বিতীয় মামলায় তার স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার মোট সম্পদ ও ব্যয় দাঁড়ায় ১৩ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার ৯২৯ টাকা। যার মধ্যে ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকা আয় বহির্ভূত বলে মনে করে দুদক। এই মামলায় স্বামী ড. মোশারফ হোসেনকেও আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে  দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা
হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ আমান
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গাংনীতে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের ধানের শীষের মিছিল পরিণত হয় মিছিলের নগরী
শেরপুর চীফ জুডিশিয়াল আদালতের রেকর্ড কিপার নুরুজ্জামান ভারতীয় মদসহ গ্রেফতার
প্রকাশ পেল সাদিয়া আফরার 'মিছে মায়া'
তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com