সোমবার ১৭ নভেম্বর ২০২৫ ৩ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
শেখ হাসিনার রায়কে ঘিরে কোনও আতঙ্ক ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৩৯)
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে জনমনে কোনও আতঙ্ক ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমি তো কোথাও কোনও আতঙ্ক দেখলাম না। কিসের আতঙ্ক। ছোটখাট দুই- একটা ঘটনা ছাড়া বড় কিছু হয়নি।’

সোমবার (১৭ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শরিয়তপুর, মাদারিপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরে সেখানে একটু ডিফিকাল্ট জায়গা। সেখানকার পরিস্থিতিটা একটু উত্তপ্ত। তবে সেখানেও বড় ধরণের কিছু নাই। ইলেকট্রিক করাত দিয়ে গাছটা কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে তারা সরে যায়। পরে এসব কাটা গাছ সরাতে একটু সময় লাগে।’

‘দেখামাত্র গুলি’র নির্দেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখামাত্র গুলির নির্দেশ এটা ঠিক নয়। যেটা অর্ডার হয়েছে সেটা হচ্ছে সেলপ ডিফেন্সের জন্য।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনারা যেমন হাতিয়ারের পারমিশন নেন নিরাপত্তার জন্য। সেটা দিয়ে শিকারের জন্য কেউ নেন না। নেওয়া হয় ডিফেন্সের জন্য। যদি কেউ আপনার ওপর আক্রমণ করে তখন তার আত্মরক্ষার অধিকারটা তো প্রত্যেক নাগরিকের রয়েছে।’

এ সময় তার পাশে উপস্থিত থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী বলেন, ‘আপনাকে যদি কেউ হত্যা করতে আসে তখন আক্রমণকারীকে নিহত করার অধিকার আপনার আছে। এটা সব দেশে সর্বত্র সর্বকালে হয়। আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়েছে তাতো না।’

ব্রাশ ফায়ার কারার অর্ডার বিষয়ে তিনি বলেন, ‘এটা আপনারা কোথা থেকে পেলেন।’ তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাইফেল দিয়ে তো ব্রাশ ফায়ার হয় না। এটা দিয়ে তো সিঙ্গেল শুট করা যায়।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাকে ফেরত আনার বিষয়ে ইতোমধ্যে ভারতকে লেখা হয়েছে। এটা কন্টিনিউয়াস বিষয়। আমরা অবশ্যই চাইবো তার প্রত্যাবর্তনের জন্য।’ নতুন করে তাকে ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দরকার হলে অবশ্যই দেওয়া হবে।’

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গাকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এরা কিন্তু আমাদেরই ছেলে-মেয়ে। তাদের বোঝাতে হবে আমাদের। তাদের বলা দরকার এগুলো তোমাদের করার দরকার নেই। তোমরা পড়ালেখা কর। এটা দেখার জন্য আমরা আছি। আমরা দেখবো। কিছু কিছু লোক আছে তারা এটাকে উসকে দিতে চায়। অনেকের অনেক ধরনের স্বার্থ আছে। তারা এটাতে উসকানি দিতে পারে। যাদের স্বার্থ নাই তারা তাদের পরামর্শ দেবে যে এটা ঠিক হচ্ছে না।’ 

ভারতীয় নম্বর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটরকে হত্যার হুমকি ও রবিবার একজন উপদেষ্টার বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত বা পাশ্ববর্তী দেশ থেকে যে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়, মিথ্যা সংবাদ দেওয়া হয়, এটার প্রতিকার সাংবাদিকদের হাতে বেশি।’ 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান
শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে যা বলল ভারত
সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ
শেরপুর চীফ জুডিশিয়াল আদালতের রেকর্ড কিপার নুরুজ্জামান ভারতীয় মদসহ গ্রেফতার
নকলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ যুবক আটক
দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গারো পাহাড়ে দৌড়ের উৎসব—আটশো রানারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘শেরপুর হাফ ম্যারাথন- ২০২৫’
গাংনীতে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের ধানের শীষের মিছিল পরিণত হয় মিছিলের নগরী
বাউফলে পথসভায় ড. মাসুদ: “জমিন যার, হুকুমও তার— আল্লাহর আইন ছাড়া সোনার দেশ সম্ভব নয়”
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com