প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩:১৩ পিএম (ভিজিট : ১৯)
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাংলাদেশ, ভারতের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। তবু আজ মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াইটা আনুষ্ঠানিকতার মনে হলেও দক্ষিণ এশিয়ার ডার্বি বলে পরিচিত ম্যাচটা আসলে মর্যাদা রক্ষার। ম্যাচ শুরু হবে রাত ৮টায়। তার আগে দেখে নেওয়া যাক দর্শকরা ঘরে বসে কীভাবে ম্যাচটা উপভোগ করতে পারবেন।
টিভিতে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ওটিটি প্ল্যাটফর্মেও থাকছে দেখার সুযোগ। আই স্ক্রিন, বঙ্গ বিডি, র্যাবিটহোল থেকে শুরু করে ফ্যানকোড অ্যাপেও দর্শকরা ম্যাচটা দেখতে পারবেন।
এবার দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান। ফিফা র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে থাকা বাংলাদেশ আজ প্রতিবেশীদের বিপক্ষে জয়ের লক্ষ্যেই নামবে। দুই দলের র্যাঙ্কিং ভারত ১৩৬তম, বাংলাদেশ ১৮৩তম।
মুখোমুখি লড়াইয়ে ভারতের বিপক্ষে ৩২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি। সর্বশেষ জয় সেই ২০০৩ সালে ঢাকার সাফ চ্যাম্পিয়নশিপে। এর আগে ১৯৯১ ও ১৯৯৯ সালের সাফ গেমসে এসেছিল বাকি দুই জয়। এরপর ১০ ম্যাচে ভারত জিতেছে চারটিতে, বাকি ছয়টি ড্র। সাম্প্রতিক ছয় লড়াইয়ের পাঁচটিও ড্রয়ে শেষ হয়েছে।
তাছাড়া বাংলাদেশ ১৬ বছর পর ঘরের মাঠে ভারতের মুখোমুখি হচ্ছে। ভারত সর্বশেষ বাংলাদেশে খেলেছিল সেই ২০০৯ সালের ১১ ডিসেম্বর।