প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:৪৫ পিএম (ভিজিট : ১৪)
মাহেন্দ্রক্ষণের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নামবেন তিনি। তাই মিরপুর টেস্টের সব আলো স্বাভাবিকভাবেই তার ওপরে।
শততম টেস্ট খেলতে নামার আগে তাই প্রশংসায় ভাসছেন মুশফিক।
বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটারের এমন মাইলফলকের পেছনে দীর্ঘ ২০ বছরের পেশাদারি অবদান রেখেছে বলে মনে করেন কোচ ফিল সিমন্স। যা তাকে খেলাটির কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে জানান বাংলাদেশের কোচ।
মুশফিককে কিংবদন্তি উল্লেখ করে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘অবশ্যই মুশফিক একজন কিংবদন্তি। আমি মনে করি, তার মতো এতগুলো ডাবল সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে খুব বেশি খেলোয়াড়ের নেই।
দীর্ঘ ২০ বছর ধরে সে পারফর্ম করে আসছে। তাই তাকে কিংবদন্তি হতেই হবে, কারণ তার এই দীর্ঘস্থায়িত্ব এবং পারফরম্যান্স তাকে সেই পর্যায়ে নিয়ে গেছে।’
মুশফিকের সাফল্যের মূল রহস্য পেশাদারি জানিয়ে সিমন্স বলেছেন, ‘মুশফিকের সাফল্যের রহস্য হচ্ছে তাঁর পেশাদারি। নিজেকে কিভাবে পরিচালনা করা হবে, উন্নতির জন্য কোন ধরনের কাজ করা দরকার এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল হওয়ার জন্য কী পদক্ষেপ নেওয়া হলো সেটাই আসল।
একটু পেছন ফিরে তাকালে দেখবেন সে আন্তর্জাতিক পর্যায়ে সফল হয়েছে এবং সেটাই তাঁকে এখানে এনেছে। কিন্তু যাঁরা ১০০ বা ১৫০ টেস্ট খেলেছে তাঁদের সবার মধ্যে ভালো করার প্রচেষ্টা ছিল। এটা মুশফিকের মাঝেও আছে।’