প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৪:২৮ পিএম (ভিজিট : ১০৯)

শোবিজে কোটা না মেধার জয় বেশী তা নিয়ে সেলিব্রিটি পডকাস্ট শো 'স্টার ডায়েরি'তে বিস্তারিত বলেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান।বৃহস্পতিবার রাত দশটায় আলোচিত ডিজিটাল প্লাটফরম 'আইজ অন স্টুডিও' চ্যানেলে উন্মুক্ত হচ্ছে রুনা খানকে নিয়ে সেলিব্রিটি পডকাস্ট স্টার ডায়েরি'র এই পর্ব। উপস্থাপনায় সৈকত সালাহউদ্দিন।
গুগল ঘাটলেই দেখা যায় রুনা খান নানা কারণে আলোচিত। তার নানা পোশাক নিয়ে সহকর্মীরা সমালোচনা করায় বেজায় চটেছেন এই নায়িকা। আইজ অন জানিয়েছে, শোতে রুনা খান বলেছেন,যাদের কর্মপদ্ধতি অশালীন তাদের আবার পোশাকের অশালীন শালীন নিয়ে মন্তব্য করা সাজে!
আলোচনায় আরো উঠে এসেছে থিয়েটার, সিনেমা, নাটক ও তাকে ঘিরে বিতর্কের নানা বিষয়। বলেছেন যে শাকিব খানের ভক্তরা নাকী বুঝেন না আসলে কী নিয়ে গর্ব করা উচিত কী নিয়ে না। সালমান শাহের কারণে সিনেমা দেখা বন্ধ হয়ে গিয়েছিলো সে কথাও বলেছেন শোতে।
কাকে তারকা মানেনসহ রুনা খানের আরো সাহসী কথা নিয়ে 'স্টার ডায়েরি' অন্তর্জালে উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার রাত দশটায় আইজ অন ইউটিউব চ্যানেলে।