রবিবার ২ নভেম্বর ২০২৫ ১৮ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
আজ প্রচার হবে কুড়িগ্রামে ধারণ করা ‘ইত্যাদি’
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৯৩)
নব্বইয়ের দশক থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল, ইতিহাস ও সংস্কৃতিকে দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে ‘ইত্যাদি’। এবারও হানিফ সংকেত ও তাঁর ফাগুন অডিও ভিশনের দল বেছে নিয়েছেন এমন এক স্থান, যেখানে লোকসংস্কৃতি, ভাওয়াইয়া সংগীত ও প্রকৃতি মিশে আছে এক অনন্য ঐতিহ্যে। তা হলো দেশের উত্তর প্রান্তের সীমান্ত জেলা কুড়িগ্রামে। সেখানকার ঐতিহ্যবাহী উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ধারণ করা হয়েছে এবারের বিশেষ পর্ব।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে এটি। 

বরাবরের মতোই এবারের ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠান ধারণের দিন সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল পুরো কুড়িগ্রামে। দুপুরের পর থেকেই উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুলের মাঠে ভিড় জমে দর্শকের। জেলা প্রশাসনের মাধ্যমে বিশেষ আমন্ত্রণপত্র বিলি করা হলেও মাঠ ছাড়িয়ে রাস্তা, ছাদ আর গাছের নিচেও দাঁড়িয়ে প্রিয় অনুষ্ঠানটির শুটিং উপভোগ করেন হাজারো মানুষ। স্থানীয়রা জানান, কুড়িগ্রামে এত দর্শক একসঙ্গে কোনো অনুষ্ঠানে আগে দেখা যায়নি।

এবারের আয়োজনে সংগীত ও নৃত্যানুষ্ঠানের মূল থিম ছিল উত্তরাঞ্চলের প্রাণের সংগীত ভাওয়াইয়া। অনুষ্ঠানের শুরুতে দেখা যাবে কুড়িগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও কৃষ্টিকথা নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান। হানিফ সংকেতের সুর ও মেহেদীর সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। এস কে জাহিদের কোরিওগ্রাফিতে এই গানে অংশ নিয়েছেন স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের জনপ্রিয় গান ‘ও কি গাড়িয়াল ভাই’, যা নতুনভাবে পরিবেশন করেছেন সালমা আক্তার ও পূর্ণচন্দ্র রায়। গানটির নতুন সংগীতায়োজনেও সংরক্ষিত রাখা হয়েছে পুরোনো সুরের ঐতিহ্য।

নিয়মিত দর্শক পর্বও থাকছে ভাওয়াইয়াকেন্দ্রিক বিশেষ আয়োজন। দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজন অংশগ্রহণ করেন ভাওয়াইয়া সংগীত নিয়ে সাজানো প্রশ্নোত্তর ও পরিবেশনায়। ইত্যাদির এই পর্বে থাকছে কুড়িগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামী মানুষের জীবন নিয়ে একাধিক প্রতিবেদন। দেখা যাবে মহারানী স্বর্ণময়ী, বীর প্রতীক তারামন বিবি, জননেতা মাওলানা ভাসানী ও চিলমারী নদীবন্দর নিয়ে বিশেষ ফিচার। এ ছাড়া বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি ও এর প্রতিষ্ঠাতা ভূপতি ভূষণ বর্মার জীবন ও অবদান নিয়েও রয়েছে একটি বিস্তৃত প্রতিবেদন। এ ছাড়া কুড়িগ্রামের চরাঞ্চলের জীবন-জীবিকা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে রিকতা আখতার বানুর প্রতিষ্ঠিত বিদ্যালয় বিষয়েও থাকছে মানবিক প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদন অংশে এবার দর্শকরা ঘুরে আসবেন সিঙ্গাপুরের সেন্ট জনস আইল্যান্ড ও কুসু দ্বীপে– যেখানে প্রকৃতি ও আধুনিক স্থাপত্য মিলেমিশে তৈরি করেছে এক স্বপ্নিল সৌন্দর্য। ইত্যাদির নিয়মিত চিঠিপত্র পর্ব ছাড়াও থাকবে সামাজিক অসংগতি ও সময়ের আলোচিত বিষয় নিয়ে রচিত নাট্যাংশ ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’, ‘ভাইরাল ভাইরাস’, ‘বিজ্ঞের ভাব ধরা অজ্ঞ’, ‘উপহার উৎপাত’ এবং ‘দায়বোধ বনাম আয়বোধ’। এবারের পর্বে অভিনয় করেছেন আবদুল আজিজ, সোলায়মান খোকা, আবদুল্লাহ রানা, সুভাশীষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, শাহেদ আলী, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, নিপু, আবু হেনা রনি, শাওন মজুমদার, সাবরিনা নিসা, জামিল হোসেন, রিমু রোজা খন্দকার, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, হানিফ পালোয়ান, নজরুল ইসলাম, সূচনা শিকদার, রাজীব সালেহীন, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

‘আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি’: ট্রাইব্যুনালকে ইনু
রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে চায় এনসিপি
দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: অভিযোগ মির্জা ফখরুলের
“৩০০ আসন ধরে এগোচ্ছি”, প্রার্থী তালিকা এ মাসেই দিতে পারি: নাহিদ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ডেন্টেক সাংহাই ২০২৫-এ বিএফডিএস কে বিশেষ সম্মাননা
জুলাই সনদ নিয়ে বিরোধ হতাশাজনক, সিদ্ধান্ত দ্রুত হবে: আসিফ নজরুল
“যারা গণভোট চায় না, তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়”: ড. মাসুদ
কুমিল্লায় পলাতক ছাত্রলীগ নেতা–কর্মীদের আকস্মিক মিছিল, পুলিশি অভিযানে ১২ জন গ্রেফতার
দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com