প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম (ভিজিট : ৩৭)
গাজীপুর - ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর পানি পথে ধানের শীষের প্রচারনায় শোভাযাএা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি কালিয়াকৈর চাপাইর ব্রীজ এলাকা থেকে শুরু করে কোনাবাড়ী কড্ডা এলাকা প্রদক্ষিন করে। এক্ষেত্রে ৫০ টি স্যালু ( ইঞ্জিন চালিত নৌকায়) হাজার হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার ও সদস্য সচিব এম. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবেদুর রহমান খোকন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিজবী আহমেদ দুলাল, চাপাইর ইউনিয়ন বিএনপির আহবায়ক এইচ এম শওকত ইমরান , উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহীন, শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির আহবায়ক ছানোয়ার সরকার, সূএাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরিফ হোসেন, বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সুমীর কুমার গুহ, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সফিকুল আলম, আটাবহ ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রফিক, পৌর ১ নং ওর্য়াড বিএনপির সভাপতি আব্দুর রশীদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, পৌর ৪ নং ওর্য়াড বিএনপির সভাপতি শামীম আল মামুন সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।