রাজধানীর একটি অভিজাত পার্টি সেন্টারে শনিবার (১ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করেছে নবগঠিত সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কামরুল হাসান বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) এ বি এম এ রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন এবং মোঃ আফাজউদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজোয়ানুল হাসান, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম সরকার, এল রহমান, উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুনর রশীদ খোকা, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম প্রমুখ।
ফোরামের পক্ষ থেকে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম কবির, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইদ্রিস আলী, তালহা ইবনে হাসান, সদস্য (দপ্তর) যোবায়ের আহমেদ এবং সদস্য মহসিন দিনু।
বক্তারা বলেন, ভার্চুয়াল মাধ্যমে বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচার মোকাবেলায় এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সংগঠনের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান অতিথি আমিনুল হক বলেন, বর্তমান সময়ে বিএনপির বিরুদ্ধে ভার্চুয়াল মাধ্যমে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, তা রোধে এমন একটি সংগঠনের প্রয়োজন ছিল। সাংবাদিকরা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে সত্য উদ্ভাসিত হবে। বিএনপির সমালোচনা করলে আমরা শত্রু ভাববো না; বরং তা থেকে নিজেদের সংশোধনের সুযোগ পাবো।
অনুষ্ঠানে তিনি ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এবং সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।
সংগঠনের সদস্য সচিব এ বি এম মনিরুজ্জামান লিখিত বক্তৃতায় বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। দেশ-বিদেশে ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়েছে। এসবের মোকাবেলায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতেই এই সংগঠন গঠন করা হয়েছে। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে সহস্রাধিক “ভার্চুয়াল যোদ্ধা” তৈরির পরিকল্পনার কথাও জানান।
আহ্বায়ক কামরুল হাসান বাবলু বলেন, আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বিএনপির বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিহত করবো।
ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে রয়েছেন— দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মাকসুদেল হোসেন খান মাকসুদ, সদস্য মেহেদী হাসান রাসেল, মোহাম্মদ রুহুল আমিন, ইদ্রিস আলম, স্বপন রানা সোহেল, সাইফুর নূর শুভ, আলমগীর হোসেন, সাদাফ আলী খান, আরিফ হোসেন চৌধুরী, সাকিবুল হাসান, রেজোয়ানুল হক ও মোঃ ইব্রাহিম।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী এবং ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম’-এর সদস্যরা উপস্থিত ছিলেন।