বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ ৭ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


রাজধানী
নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ৬০)

নিরাপদ সড়কের দাবিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে গেছে ফার্মগেটের প্রধান সড়কে যানবাহন চলাচল। এর দুইদিন আগে ফার্মগেট এলাকায় ট্রাক চাপায় সিফাত নামে এক যুবক নিহত হন। নিহত সিফাত স্থানীয় একটি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

এ ঘটনার পর থেকেই এলাকাজুড়ে ক্ষোভ বাড়ছিল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।

তিনি আরও জানান, সিফাত নিহতের ঘটনায় মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো-
১. সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২. ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরেদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।
৩. পার্কিং আইন কার্যকর: নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।
৪. যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা ও যানজট এড়াতে রেল ক্রসিং থেকে গির্জা পর্যন্ত রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৫. সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে তিনটি স্পিডব্রেকার, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

অবরোধ চলাকালে ফার্মগেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যানচলাচল বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে তেজগাঁও, বিজয় সরণি ও শাহবাগমুখী সড়কে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৭৯ রানের জয়ে সিরিজ বাংলাদেশের
৬৭ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ
একক প্রার্থীর বিপরীতে ভোটাররা দিতে পারবেন ‘না’ ভোট: আসিফ নজরুল
ইভিএম বাতিল, প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক
শুরুতেই নাসুমের তোপে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৭ ফিলিস্তিনি, ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন
দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের গানে মুগ্ধ তারেক রহমান: বিএনপি নেতৃবৃন্দের মানবিক উদ্যোগ
চলতি বছরে সমুদ্রপথে ইতালিতে সাড়ে ১৬ হাজার বাংলাদেশি
আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ৬ শিক্ষক
তৃতীয় এয়ারবাস ৩৩০ যুক্ত হওয়ায় ইউএস-বাংলার এখন ২৫টি এয়ারক্রাফট
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com