প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:৫৩ পিএম (ভিজিট : ৪৬)

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন এবং কালীগঞ্জ পৌর হিসাবরক্ষক কর্মকর্তা মো. দুলাল মোড়ল প্রমুখ।
আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্বের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।