সোমবার ২০ অক্টোবর ২০২৫ ৪ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তের পর পরবর্তী পদক্ষেপ: রিজওয়ানা হাসান
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:০১ পিএম   (ভিজিট : ৪৭)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের তদন্ত হবে। সেই তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা অথচ একের পর এক দুর্ঘটনা ঘটছে। এসব কি নির্বাচনের পথে বাধা তৈরি করছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এই লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে। নির্বাচন কমিশনকেও সেই বার্তা দেওয়া হয়েছে। সকল রাজনৈতিক দল যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এখন একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং সেগুলো অনেক ক্ষেত্রেই বড় ধরনের। সরকার প্রতিটি অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। এর আগে সচিবালয়েও অগ্নিকাণ্ড ঘটেছিল, তারও তদন্ত হয়েছে। আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত করেছি। এখন বিমানবন্দরের অগ্নিকাণ্ডেরও তদন্ত হবে। সেই তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী ঘটনা বা পদক্ষেপ সম্পর্কে বলা যাবে।

নির্বাচন প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অনেক বছর নির্বাচন হয়নি, তাই অনেকে প্রক্রিয়াটা ভুলে গেছে। নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা ও বিতর্ক হয়, এটা স্বাভাবিক। কোনো আসনের পুনর্বিন্যাস বা সীমানা বাড়ানো হলে, সেটি নিয়েও হাইকোর্টে মামলা হয়। কিন্তু এর জন্য নির্বাচন বানচাল হয়ে যাবে, এমন নয়। এসব হ্যাঁ-না, বিতর্ক; সবই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। এর সঙ্গে অন্য কোনো বিষয়ের মিল খোঁজার সুযোগ নেই।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির পরেও গাজায় ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
অর্ধশতাব্দী পেরিয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান: উলিপুরের ডালিমা পঞ্চানন পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টেকসই ভবনের দাবি এলাকাবাসীর
দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশ-মালদ্বীপ অংশীদারিত্বের নতুন অধ্যায় সূচিত
কালীগঞ্জে কৃষি জমিতে অবৈধ বালি ভরাটে ভ্রাম্যমাণ আদালতের সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায়
কালীগঞ্জে সিআইডি কর্মকর্তার ছদ্মবেশে অপহরণ, গ্রেফতার ২
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, মঞ্চে প্রধান উপদেষ্টা
সংসদ ভবন এলাকায় সংঘর্ষ, অবস্থান নিয়েছে সেনাবাহিনী
বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com