সোমবার ১৩ অক্টোবর ২০২৫ ২৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
কথা ও গানে ‘সরগম’-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ২২৭)

দিনভর প্রচণ্ড বর্ষণকে উপেক্ষা করে সুরের টানে শ্রোতা-দর্শকরা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে চলে আসেন। নির্ধারিত সময়ের আগেই মিলনায়তন পূর্ণ হয়ে যায়। দেশের একমাত্র সংগীত বিষয়ক পত্রিকা মাসিক সরগম সাফল্যের সাথে ২৯ বছর অতিক্রম করে ৩০ বছরে পদার্পণ করে ১ অক্টোবর। এ উপলক্ষে ১০ অক্টোবর আয়োজন করা হয় বিশেষ আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

সংগীতাঙ্গনের প্রথিতযশা ব্যক্তিত্ব, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠে এই অনুষ্ঠান। এতে  শিল্পীরা রবীন্দ্র-নজরুল সংগীত, লোকগান, আধুনিক গান ও বিদেশি বিশেষ করে হিন্দি, উর্দু, গজল ও নেপালি গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনার শুরুতে সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনাক হোসেন বলেন, ৩০ বছর ধরে শুধু বিষয়ভিত্তিক একটি পত্রিকা প্রকাশ করা যে কত কষ্টকর তা এ ধরনের কাজ যারা করেন তারা জানেন। তবে আমার যতই কষ্ট হোক না কেনো, সব কষ্ট দূর হয়ে যায় যখন দেখি আপনারা সবাই সরগমের সাথে আছেন এবং আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন। এসময় তিনি সরগম-এর গ্রাহক ও পাঠক বৃদ্ধির জন্য সবাইকে আহ্বান জানান।

আলোচনা পর্বে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরী, প্রবীণ সংগীতজ্ঞ লোকমান হাকিম, বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, গীতিকার শহিদুল্লাহ ফরায়জী, উস্তাদ করিম শাহবুদ্দিন, সংগীতশিল্পী আকরামুল ইসলাম ও ডা. অরূপরতন চৌধুরী। আলোচনা পর্ব শেষে কেক কেটে সরগম-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পীরা একক গান পরিবেশন করেন। এ পর্বে মোট ২৬টি গান পরিবেশন করেন শিল্পীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই পিয়ানোতে তার্কিশ মার্চ পিসটি পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন কিশোর আদিয়ান ফায়েজ। অনুষ্ঠানে আরেক আকর্ষণ ছিলো দৃষ্টিপ্রতিবদ্ধী শিল্পী আদিপ্ত নির্মলের পরিবেশনায় অত্যন্ত জনপ্রিয় দুটি টুমরী। রবীন্দ্র সংগীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরী ‘আকাশ ভরা সূর্য-তারা’, উল্কা হোসেন ‘তুমি আসবে বলে’, উপমা ‘রাত পোহালে পাখি বলে’, উস্তাদ করিম শাহবুদ্দিন ‘যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে’, সেলিনা আফরোজ ‘পূর্ণিমাগো জুন জাস্তী’, আদিপ্ত নির্মল ‘ইয়াদ পিয়া কি আয়ে ও ক্যায়া কারু সাজনা’, নুসরাত জাহান ‘তেরে এক রার হুয়া’, তাসফিয়া ফারা ‘এক নয় মোর পে’, রোকেয়া হাসিনা নীলি ‘দূরে কোথাও’, রেবেকা সুলতানা ‘ পরদেশী মেঘ’, বিপাশা আহমেদ ‘শাওন আসিলো ফিরে’, শামীম আক্তার ‘মানুষের ভেতর মানুষ’, লিনু বিল্লাহ ‘যত দিন বেঁচে আছি’, হুদা ‘কত দিন পরে’, দেবাশীষ চক্রবর্তী ‘জাগাও পথিকরে’, মুক্তা ‘বকুল ফুল বকুল ফুল’, নারায়ণ চন্দ্র শীল ‘পৌষের কাছাকাছি’, মল্লিক মোহাম্মদ ‘কাবার জিয়ারতে কে তুমি’, খুরশিদ আলম ‘আজকে না হয় ভালোবাসো’, শওকত আরা আঁখি ‘প্রিয়া প্রিয়া’, শেখ হেমায়েত ‘সে পারে তোর বসতবাড়ি’, পথিক সবুজ ‘আবার এলো যে সন্ধ্য’, নাসরীন ‘তোমার আকাশ দুটি চোখে’, তিশা ‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ ও আকরামুল ইসলাম ‘সোনা বন্ধে’ গান গেয়ে শোনান। সবশেষে উপস্থিত সবার কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে যন্ত্রসঙ্গতে ছিলেন, তবলায় সজল দাস, রাবাবে- সুমন কুমার শীল, গীটারে কলিন্স, কী-বোর্ড- সোহেল ও ড্রামে বিদ্যুৎ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আদেশ অমান্য করে জেন-জি বিক্ষোভে যোগ দিয়েছে মাদাগাস্কারের সেনা সদস্যরা
উপদেষ্টারা আখের গুছিয়েছেন, কিন্তু শিক্ষকদের জন্য টাকা নেই: সামান্তা শারমিন
সালথায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে নাবালিকাকে বিয়ে করায় বরের কারাদণ্ড
হারের হতাশা নিয়ে হংকংয়ের উদ্দেশ্যে রওনা বাংলাদেশের ফুটবল দল
সওজের খানাখন্দে মাছ ছেড়ে সড়কের খারাপ অবস্থার প্রতিবাদ হাসনাতের
শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
সালথায় মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০: বাড়িঘর ভাঙচুর
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com